আমাদের কথা খুঁজে নিন

   

এক মুঠো ভাত, ন্যায়বিচার এবং গণতন্ত্র।

স্বাধীনচেতা আমি

বিশ্বের মুক্তিকামীজনতা কয়েক শাসক গোষ্ঠির হাতে বন্দী। গণতন্ত্রের নামে এই সব শাসক গোষ্ঠি এই পৃথিবীর বিশাল জনগোষ্ঠিকে শাসন ও শোষণ করে চলেছে। পুঁজিবাদী গণতন্ত্রে যাঁতা কলে নিস্পেষিত বিশ্বের জনতা মুক্তির পথ খুঁজছে কিন্তু পুঁজিবাদী গণতন্ত্র এমনভাবে জাল বিস্তার করেছে যে, মানুষ মুক্তির পথ খুঁজতে গিয়ে হারিয়ে যাচ্ছে গণতন্ত্র নামক জালের ভিতর। বিশ্বের প্রায় একশত কোটি জনতা এখনও না খেয়ে রাত্রে ঘূমাতে যায়। কোটি কোটি জনতা ন্যায় বিচারের জন্য বিচারকের দ্বারে ঘুরছে ফিরছে কিন্তু ন্যায় বিচার যেন সোনার হরিণ।

গণতন্ত্রের গুরুরা জনতাকে সপ্ন দেখিয়েছিল, গণতান্ত্রিক রাষ্ট্রে কোন একজন শাসক নয় -দেশের সব জনতাই শাসক। জনতা সেই গুরুদের বয়ানে মুগদ্ধ হয়ে গণতন্ত্রকে পৃথক একটি দ্বীন হিসেবে গ্রহণ করল শাসক হবার সপ্নে, এক মুঠো ভাত নয় ল মুঠো ভাতের সপ্নে, নিজের ¯প্ন অনুসারে রাষ্ট্র চালাবার স্বপ্নে। গণতন্ত্রের জন্য জনতা এমন পাগল পারা যে, গণতন্ত্রের বিরুদ্ধে কথা বললেই যেন মহাপাপ হয়ে যায়! কিন্তু হায়! গণতন্ত্র পাঁচ মুঠো তো দূরের কথা এক মুঠো ভাত দিতে ব্যর্থ হয়েছে। ন্যায়বিচার সে তো গরীবের জন্য একটুকরো হিরা। আর শাসক, শাসক তো মাত্র কয়েক জন ব্যক্তি যারা জনগণের টাকায় টাকার পাহাড় গড়ে তুলে।

গণতন্ত্র মুক্তি তো দূরের কথা আরো বন্দী করে ফেলেছে মুক্তিকামী জনতাকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।