আমাদের কথা খুঁজে নিন

   

ডাউনলোড করুন হার্ডডিস্ক ডিফ্র্যাগ করার জটিল একটি সফটওয়্যার Juanma Defraggler Portable 1.09.138 (ইন্সটল/ক্রাক করার ঝামেলা নাই। সরাসরি রান করুন!!!)


আপনারা যারা কম্পিউটার ব্যবহার করেন, তারা নিশ্চই ডিস্ক ডিফ্র্যাগ করা সম্পর্কে জানেন এবং এর গুরুত্ত সম্পর্কেও অবগত আছেন। যারা এখনও জানেন না, তাদের জন্য সামান্য একটু বলি, কি বলেন?? কম্পিউটার ব্যবহার করতে করতে আমাদের হার্ডডিস্কের ফাইলগুলো এলমেলোভাবে চারিদিকে ছড়িয়ে পরে। যা খালিচোখে আমরা দেখতে পারি না। এটি হার্ডডিস্কের জন্য ক্ষতিকর। এছাড়া দিন দিন পিসি স্লো হয়ে যাওয়ার এটি একটি প্রধান কারণ।

এই সমস্যার হাত থেকে রেহাই পেতে প্রতি মাসে অন্তত একবার সবগুলো ড্রাইভ ডিফ্র্যাগ করা উচিত। এখন কথা হল- কি দিয়ে ডিফ্র্যাগ করব?? ডিস্ক ডিফ্র্যাগের গুরুত্তের কথা বিবেচনা করে, সাধারনত উইন্ডোসের সাথেই একটি ডিস্ক ডিফ্র্যাগার ডিফল্টভাবে দেয়া থাকে। কিন্তু যেটি দেয়া থাকে, সেটি খুব একটা শক্তিশালী নয়। তাই আজ আপনাদের জন্য নতুন একটি অত্যন্ত শক্তিশালী ডীফ্র্যাগার সফটওয়্যার নিয়ে হাজির হলাম। সবচাইতে বড় কথা, এটি পোর্টেবল সফটওয়্যার।

তাই ইন্সটল করার ঝামেলা নাই। তাহলে আর দেরি না করে মাত্র ২ মেগাবাইটের এই সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করে নিন। তাহলে আর দেরি না করে সফটওয়্যারটি ডাউনলোড করতে এবং সেইসাথে SceenShot সহ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।