আমাদের কথা খুঁজে নিন

   

চাচা চৌধুরী থেকে সাবিতা ভাবী

চাচা চৌধুরীর কমিকসের কথা কি আপনাদের মনে আছে? অনেকের হয়তো আছে...অনেকের নেই...অনেকের এই চাচা চৌধুরীর সাথে পরিচয়ও হয়নি। না হলেও করার কিছু নেই। সময় পরিবর্তনের সাথে সাথে মানুষের রুচিতেও পরিবর্তন আসে সে জন্যই এমনটা হয়েছে। আজ হয়তো আপনি চিনেন ডোরেমন আর নবিতা কে। কেন হঠাৎ এই চাচা চৌধুরীর প্রসঙ্গ? এই চাচা চৌধুরীকেতো ছোট বেলা বাক্স বন্দি করে ফেলেছিলাম।

তাহলে আজ আবার এই চাচা চৌধুরী আসলো কোথা থেকে এই কমিকসের সাথে জড়িয়ে আছে ছোট বেলার বেশ কিছু স্মৃতি। হয়তো পুরান সেই বন্ধ বাক্স খুলতে গিয়ে সেই কথা মনে পড়ে গেল। হঠাৎ এই কমিকস নিয়ে এক স্কুল ফ্রেন্ডের সাথে কথা হচ্ছিলো। সেই টিফিনের টাকা বাচিয়ে, খাতা কেনার অজুহাতে কমিকস কেনা, ক্লাসের ফাঁকে স্যারের কাছ থেকে লুকিয়ে কমিকস পড়া সব কথা মনে পড়ে গেল। এখন অনেকেই কমিকসের প্রতি আর আগ্রহ দেখায় না এ ব্যপারেই কথা কাটাকাটি চলছিলো বন্ধুটার সাথে।

আর এর মধ্যেই চলে আসে সাবিতা ভাবীর প্রসঙ্গ। সাবিতা ভাবীকে তো নতুন করে পরিচয় করিয়ে দেয়ার মত কিছুই নেই। আগে যারা চাচা চৌধুরী আর সাবুকে নিয়ে মগ্ন থাকতো এখন তারা মগ্ন থাকে সাবিতা ভাবীকে নিয়ে। আসলে সময় সবকিছু বদলে দেয়... আপনি কার পক্ষে... চাচা চৌধুরী ......না...... সাবিতা ভাবী?? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।