ফেসবুকে আমি ,ব্লগে আমি , সর্বত্র আমি দেশের তরে..... মিডিয়া বা গণমাধ্যম !!
বর্তমান বিশ্বের
সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান । বিশেষ করে সংবাদ
ভিত্তিক আর্ন্তজাতিক গণমাধ্যমগুলোই
এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে । আমরা মূলত মিডিয়ার
ফোকসেই একটি দেশের বস্তব চিত্র
সম্পর্কে জানতে পারি ।
মূল কথায় আসি...
আর্ন্তজাতিক সংবাদ মাধ্যম গুলোর সংবাদ আমার
কম বেশী দেখা হয় প্রায়ই । বিশেষ
করে বিবিসি ,আলজাজিরার মতো চ্যানেল গুলো ।
সাম্প্রতিক সংবাদের পাশাপাশি তারা বিভিন্ন দেশের
সামাজিক ,অর্থনৈতিক সহ বিভিন্ন বিষয়ে রিপোর্ট
তৈরী করে । কিন্তু ব্যক্তিগতভাবে আমি প্রায়সই
এক্ষেত্রে একটি বৈষম্য লক্ষ্য করি । রিপোর্ট
গুলো দেখলে আমার মনে হয় ,
পশ্চিমাপন্থী দেশগুলোকে যে দৃষ্টিতে ফোকাস
করা হয়,ঠিক সে দৃষ্টিতে অন্যদের করা হয় না ।
উদাহরণসরুপ ,এশিয়া অঞ্চলে ভারত ও দক্ষিণ
কোরিয়ার ব্যাপারে যে দৃষ্টিতে ফোকাস
করা হয় ,সেই
দৃষ্টিতে চীন ,মালয়েশিয়া কিংবা বাংলাদেশের
মতো দেশগুলোকে তুলে ধরা হয় না ।
কিন্তু বাস্তবতা হলো ,মুম্বাইয়ের উঁচু উঁচু কিছু
বিল্ডিং দেখিয়ে তো আর ভারতের ৬০ কোটি দরিদ্র
মানুষের দুঃখ কষ্টকে ঢেকে রাখা যায় না ।
মিডিয়ার
কাজ হলো একটি দেশের ভালো মন্দ উভয় দিক
তুলে ধরা । বাংলাদেশে অগ্নিকান্ড কিংবা ভবন
ধষে পড়ার খবর যত দ্রুত তাদের
কানে পৌছায় ,ওয়াল্ড ইকোনমিক ফোরামের
রিপোর্ট তত দ্রুত পৌছায় না ।
এক দিকে , মুম্বাই শহরে নতুন
কয়ডা বিল্ডিং উঠছে ,সাইকেল মার্কা আগর
বাত্তি কম্পানি কত টাকা লাভ করছে ,কেন
এতো বেশী লাভ হলো ,কি করলো আরো বেশী লাভ
হবে ???
অন্যদিকে বাংলাদেলের ক্ষেত্রে ,ওলমার্ট কেন
এখনো বাংলাদেশ থেকে কাপড় চোপড় নিচ্ছে ??
গার্মেন্টস শিল্প ধ্বংস হয়ে যাবে ,হেন তেন
ইত্যাদি ইত্যাদি । এমনকি আর্ন্তজাতিক
ট্রাইবুনালে বাচ্চু রাজাকারের ফাঁসির রায়ের পর এসব
টিভি চ্যানেলের মূল শিরোনাম অনেকটা এই রকম __
"বাংলাদেশে এক বিতর্কিত ট্রাইবুনাল আবুল কালাম
আজাদ নামে একজন ধর্ম প্রচারক কে ফাঁসির আদেশ
দিয়েছে !!"
সবচেয়ে অবাক করা বিষয় , সাম্প্রতিক
সময়ে শাহবাগে চলমান আন্দোলনের ব্যাপারেও
তাদের অবস্থান একই । এই আন্দোলন
যদি অযৌক্তিক কিংবা সাজানোও হয় ,তাহলে অন্তত
সেটা তো দেখাবেন ।
অথচ কিছু
আগে দিল্লীতে বাসে তরুণী ধর্ষণ নিয়ে আপনাদের
ব্যস্ততা দেখে বুঝার উপায়
ছিলো না যে ,আসলে কে ধর্ষিত হয়েছে ,ঐ
তরুণী নাকি আপনারা ??
বাংলাদেশেও তো তরুনী ধর্ষিত হয়েছিল ,তখন
আপনারা কোথায় ছিলেন ?? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।