আমাদের কথা খুঁজে নিন

   

ছুডুবেলার জুক্স (..............আগে কি ছুন্দর দিন কাটাইতাম.......)

আমি বিলাত থাকি, কামলা খাটি

আমগো ছুডুবেলায় কিসু জুক্স আছিলো যেইগুলা হেই সময় হগলেই জানতো। আইজকা হঠাৎ করি মুনে পড়ইলো। ১। তিন বন্ধু বেড়াইতে যাইতেসে। এমুন সময় নামাযে ওয়াক্ত হইসে আর এক পুকুর পাড়ে তিন জনে মিইল্যা নামাযে দাড়াইসে।

এমুন সময় একটা বড়সড় মাছ ঘাই মারসে। এক বন্ধু কইলো: ইসরে কত্ত বড় মাছরে। আরেক বন্ধু কয়: ওই জানস না নামাযের ভিত্রে কতা কওন যায়না। তিন নাম্বার বন্ধু কয়: আল্লাহর কসম, আমি কিন্তু একটা কতাও কই নাই। ২।

কুন দেশ, দেশ না? উত্তর: সন্দেশ। ৩। বাবা: তুই অংকে ফেইল মারলি কেরে? পুলা: মাস্টারে জিগাইসিলো ধর, তুমার কাছে ৫টি আপেল আছে। করিম যদি দুইটা নিয়া যায় তাইলে ক্য়ডা থাকবো? আমি কইসিলাম, মাস্টর সাব, করিম্যা যদি আমার কাছ থিক্যা আপেল নিতে আসে তাইলে ঈমানে কইলাম দাঁও দিয়া করিম্যার কল্লা নামাইয়া দিমু? বাবা: তাইলে ইতিহাসে ডাব্বা মারলি ক্যান? পুলা: আব্বাজান, মাস্টরে খালি আমার জনমের আগের কতা জিগায়। বাবা: ইংরেজিতে কেমনে ফেল মারলি? পুলা: ছারে কইসে টেনাসলেশন কর - তুমার বোন রহিমের সহিত কথা বলিতেছে।

আমি কইসি, মাস্টর সাব মুখ সামলাইয়া কতা কন। আমার বইন এত্ত বাজে না যে রহিম্যার লগে কতা কইব। ৪। দুই লুকে একটা বলদ গরু লইয়া কাইজ্জ্যা করতাসে। এমুন সময় এক হুজুর ওই রাস্তা দিয়া যাইতাসে দেইখ্যা দুইজনে কয়: হুজুর আপনে বিচার কইরা দেন বলদডা কার।

হুজুরে কইলো: ওয়াততুনি ওয়ায যাইতুনি ওয়া হাযাল বালাদিল আমিন। মানে হইলো: তুমরা যে যাখান থেকে এসেছো ছলে যাও। এই বলদকানি আমার। (দয়াকরিয়া ধর্মীয় দৃষ্টিতে দেখিবেন না। ইহা আমার সৃষ্ট নহে।

ছুডুবেলায় শুনা। ) ৫। ফটোগ্রাফি আর প্রেমের মইদ্যে মিল কই?? উত্তর: দুইটাই অন্ধকারে ডেভেলাভ করে। ( ছুডুবেলায় এইডা আছিলো আমাগো খাছে এডাল্ট জুক্স। বন্ধুগো কানে এইডা ফিসফিসাইয়া কইতাম।

আর এখন.................. আগে কি ছুন্দর দিন কাটাইতাম.........)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।