রাজনীতিবীদদের ঘৃণা করি---
ক দিয়ে কথা হয়
খ দিয়ে খাম,
আমার বুকে লেখা আছে
শুধু তোমার নাম।
গ দিয়ে গাধা হয়
ঘ দিয়ে ঘৃত,
শুনতে তোমার কথাগুলি
লাগে অমৃত!
ঙ দিয়ে ব্যাঙ হয়
চ দিয়ে চাটি,
প্রথম যখন দেখি তোমায়
লেগেছিল দাঁত কপাটি।
ছ দিয়ে ছাতা হয়
জ দিয়ে জামা,
প্রতিদিনতো একলা আসো
আজ (সাথে) কেন মামা?
ঝ দিয়ে ঝড় হয়
ট দিয়ে টাকা,
ডেটিং আজ সাঙ্গ হল
মনটা লাগছে ফাকা।
ঠ দিয়ে ঠেলা হয়
ড দিয়ে ডাক,
তোমার জন্য কত কষ্ট
আমারই ব্যাড লাক।
ঢ দিয়ে ঢং হয়
ণ তে গুণ,
তোমার পাশে অন্য কেউ!
করব আমি খুন।
ত দিয়ে তালা হয়
থ দিয়ে থালা,
কবে তোমায় করব আপন
দিয়ে ফুলের মালা।
দ দিয়ে দাবি হয়
ধ দিয়ে ধরা,
মনটা শুধু তোমার তরে
ভালবাসায় ভরা।
ন দিয়ে নোনতা হয়
প দিয়ে পাতা
চোখের জলে বান ডেকেছি
ভিজছে বই-খাতা।
ফ দিয়ে ফটকা হয়
ব দিয়ে বলদ,
কোনটা আমি? বল আমায়-
কোথায় ছিল গলদ।
ভ দিয়ে ভেজাল
আর ম দিয়ে মন,
মূলো আর ঝুলাবে কত
কাঁদব কতক্ষণ।
য দিয়ে যন্ত্রণা
আর র দিয়ে রঙ্গীন,
চশমা ভালই পড়িয়েছ
অবস্হা আমার সঙ্গীন।
ল দিয়ে ললাট হয়
শ দিয়ে শপথ,
এ গলি ও গলি ঘুরলাম আমি
ঘুরলাম কত রাজপথ।
ষ দিয়ে ষণ্ডা
আর স দিয়ে সাফ,
এখন তুমি অন্য কারো
নাগাল পাওয়া টাফ।
হ দিয়ে হজমি হয়
ক্ষ দিয়ে ক্ষয়,
আমি এখন একলা থাকি
একদম নিভ'য়।
ড় দিয়ে বাড় হয়
ঢ় দিয়ে রাঢ়,
কত মেয়ে ঘুরছে পিছে
তুমিতো কোন ছার/ছাড়।
রিমন পণ্ডিতের পাঠশালায়
শিখবে মজার পড়া,
পড়া হবে ছন্দময়
কবিতা কিংবা ছড়া।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।