আমাদের কথা খুঁজে নিন

   

বার্মিজদের হামলায় জেদ্দায় ৫ বাংলাদেশি আহত

যখন শুনি কেউ এদেশের খেয়ে-পড়ে দুর্ণাম করে এ দেশের তখন শরীরে জ্বালা ধরে যায়, ইচ্ছে করে পিষে মারি শা__দের।

সূত্রঃ আমাদের সময় Click This Link যুগান্তর ২২/১২/২০১০ Click This Link [sb] রোহিঙ্গা বার্মিজদের হামলায় জেদ্দায় ৫ বাংলাদেশি আহত বেনু সূত্রধর: বার্মিজদের হামলায় জেদ্দায় ৫ প্রবাসি বাংলাদেশি আহত হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক। সোমবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে জেদ্দাস্থ বাংলাদেশি কনসুলেট অফিসের কাছে এ ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, জেদ্দাস্থ কনসুলেট অফিসের পাশে হোটেল ছোয়াদের সামনে সন্দেহভাজন বাংলাদেশী পাসপোর্টধারী বার্মিজ চালক একটি গাড়ি পার্কিং করতে চাইলে হোটেল মালিকের ছোট ভাই মো. স্বজল মিয়া বাধা দেন।

এনিয়ে গাড়ির চালকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। তাৎক্ষণিক ভাবে জেদ্দায় কনসুলেট অফিসে আসা লোকজন ঘটনাটি সমাধান করে দেয়। গাড়ির চালক গাড়ি নিয়ে চলে যায়। এ ঘটনার জের ধরে আধাঘণ্টা পর ৫-৭ জন বার্মিজ সশস্ত্র অবস্থায় হোটেলে হামলা চালায়। এতে হোটেল মালিক আ. শহিদ, তার ছোট ভাই স্বজল মিয়া, মো. মোশাররফ হোসেন, কর্মচারী বাবুল মিয়া ও জেদ্দা কনসুলেটে পাসপোর্ট নিতে আসা অজ্ঞাতনামা এক বাংলাদেশী গুরুতর আহত হয়।

স্বজল মিয়া ও মো. মোশাররফ হোসেনের অবস্থা আশংকাজনক। জানা গেছে আহত বাংলাদেশিদের বাড়ি মানিকগঞ্জ। হামলার পর কনসুলেটের কর্তব্যরত সিকিউরিটি ও স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে হামলাকারীদের আটক করে থানায় নিয়ে যায় এবং আহতদের হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে জেদ্দা কনসুলেট অফিসে যোগাযোগ করা হলে কাউন্সিলর এম ইমদাদুল হক ঘটনার সত্যতা স্বীকার করেন।

তিনি জানান, এ ব্যাপারে সৌদি আরবের আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। শীর্ষ নিউজ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.