ঈদ খানা মা এসেই গেলো, এক কি দু'দিন বাকি
সারাটা মাস রাধঁলি মা তুই, ঈফতারি- সেহরী
জিবটা ভরে গলদকরণ করে সেই খাবারে মা'রে,
যেন দায় কাটানোর মত, আমরা রোজা রাখি।
তোর কথা আর তেমন করে কই ভেবেছি বল্
মা তোর কষ্ট কি আর সুধার মতো সাধ্য আছে মোদের
হয়তো মা তুই কয়টি শাড়ি পারি, সালাম কয়েক খানা,
মধ্য বিত্ত সংসারে মা সময় মোদের এমন পোরেন-টানা।
আর কিছু মা অধম ছেলে পারবোনা হয়তো,
তবুও মা তুই আদর করিস- ঈদের খুশির আশির্বাদে
হাসিস মা তুই বাঁকা চাঁদের মতো।
{ সবাইকে অগ্রীম ঈদ মোবারক}
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।