আমাদের কথা খুঁজে নিন

   

সিনেমাঘর: 12 Angry Men

বুকের ভেতর বহু দূরের পথ...
12 Angry Men (1957) Directed by Sidney Lumet IMDb Rating: 8.9 একজন মানুষের বাঁচা-মরা যখন আপনার উপর নির্ভর করে তখন কী করবেন? তার বিরুদ্ধে সকল তথ্য-প্রমাণ দেখেই মৃত্যু পরোয়না জারি করবেন? নাকি খুঁজে দেখবেন প্রমাণিত সত্যের আড়ালেও কোন মিথ্যা লুকিয়ে আছে কিনা? নাকি শুধু নিজস্ব জেদ আর কুসংস্কারে বলি দেবেন অভিযুক্ত ব্যক্তিকে? দশজন ব্যক্তিকে এ দায়িত্ব দেয়া হলে হলফ করে বলা যায় বেশিরভাগ ক্ষেত্রেই শুধু তথ্য-প্রমাণ ছাড়াও অনেক কিছুই তাদের সিদ্ধান্তে প্রভাব ফেলবে যা হয়তো কোন তত্ত্বের মধ্যে পড়বেনা। এর কারন মানুষ সব সময়ই নিজস্ব পারিপাশ্বির্কতা, জীবনের অভিজ্ঞতা, বিশ্বাস এবং কুসংস্কার দ্বারা প্রভাবতি। আর প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের সময় এসব বিষয়ের স্পস্ট ছাপ পড়াটা অস্বাভাবিক নয়। মুভিটির ট্যাগলাইন: Life is in their Hands, Death is on their Minds । একটি কোর্টরুম।

বারো জন জুরি। একটি খুনের মামলা। ১১ জন একমত, শুধু একজন বেঁকে বসলেন। শুরু হলো রুদ্ধদ্বার বৈঠক। একটি বদ্ধ ঘরে ১২জন মানুষের প্রায় ৯৬ মিনিটের বাকবিতন্ডা ও মনস্তাত্ত্বিক লড়াইয়ের মধ্যে ঝুলতে থাকে একটি মানুষের ভাগ্য।

ধীরে ধীরে উন্মোচিত হতে থাকে জুরিদের ভেতর লুকিয়ে থাকা জেদ-রাগ-ভালোবাসা-বিশ্বাস আর কুসংস্কার। শেষ পর্যন্ত এটি মানবিক আবেদনের মুভির চেয়ে অনেক বেশি মানসিক মুভি। মুভিটিতে একমাত্র স্টার বলতে হেনরি ফন্ডা। ১৯৮১ সালে ' অন গোল্ডেন পন্ড ' মুভির জন্য তিনি অস্কার জেতেন। মুভিটি দেখতে গিয়ে ৯৬ মিনিটের এক সেকেন্ডের জন্যও স্ক্রিন থেকে চোখ সরাতে পারিনি।

মুভিটি 7th Berlin International Film Festival এ Golden Bear Award জিতে নেয়। এছাড়া তিনটি বিভাগে অস্কার মনোনয়ন পেলেও আরেকটি গ্রেট মুভি The Bridge on The River Kawai এর কাছে হেরে যায়। অনেকেই মুভিটি দেখতে বললেও মূলত ব্লগার স্নিগ ভাইয়ের রিকমেন্ডশনে দেখলাম। ধন্যবাদ স্নিগ ভাইকে। তার পোস্ট পড়েই জানতে পারলাম ১৯৮৬ সালে Ek Ruka Hua Faisla নামে বলিউডে মুভিটি রিমেক করা হয়।

ডাউনলোড লিংক আমার মুভিবিষয়ক যত পোস্ট
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.