আমাদের কথা খুঁজে নিন

   

বিরহ জ্বালা



আজ কত দিন হল বকুল তলায় যাওয়া হয়না- বকুল ফুলের মালা ঢাকার রাজপথে; কোন এক শিশুর হাতে- আমি আতকে উঠি অজানা খেয়ালে--- পদ্মার পাড়ে নিবীড় সবুজে মন কতদিন হারায়নি-- ভদ্রা পার্কে একটু শীতল হাওয়া,কাশফুলের শুভ্রতায় পদ্মার বুকে কতকটা পথ হেটে যাওয়া --কতদিন হয়না !!! কারিশমার কচি কোমর দোলানো হিন্দী মুভিগুলো আর আগের মত দেখা হয় না; কারিশমার সুন্দর বদন জুড়ে আকা হয়না তোমার প্রতিচ্ছবি। আজ আমি নিত্য আকি তোমার ছবি অন্য কারও বদনে-- শীতলতা খুজি অন্যের বুকে-- যে আমার ঘরণী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।