আমাদের কথা খুঁজে নিন

   

সত্যকথা বলায় ইউনূসকে আদালতের সমন

আমি দিতে প্রস্তুত,আপনি কি গ্রহণ করতে সক্ষম।
মানহানির মামলায় নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে ময়মনসিংহের একটি আদালত। মামলার নথি থেকে জানা যায়, ২০০৭ সালের ১৭ জানুয়ারি গ্রামীণ ব্যাংকের সদরদপ্তরে বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউনূস বলেছিলেন, "বাংলাদেশের রাজনীতিবিদরা কেবল অর্থের জন্য রাজনীতি করেন। এখানে কোনো আর্দশের ব্যাপার নেই।" রাজনীতিবিদদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করায় ২০০৭ সালের ২১ জানুয়ারি ময়মনসিংহের ওই আদালতে মামলাটি করেছিলেন জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চুন্নু। অন্যদিকে,, বিজয় দিবস উপলক্ষ্যে ধানমন্ডি ৩২ নম্বরে রোববার আয়োজিত এক আলোচনা সভায়ক্ষমতাসীন দলে সাংসদ কামাল আহমেদ মজুমদার বলেন, "পাঁচ থেকে সাত লাখ টাকা দিয়েও ছাত্রলীগ নেতাকর্মীরা চাকুরি পাচ্ছে না। নেতারা টাকা ছাড়া কিছুই বোঝেন না। তারা শুধু টাকা খায়"। এরকম আরও অনেকে সত্য কথা বলে দল থেকে বহিস্কার হয়েছেন।তাহলেকি ভেবে নেব রাজনীতির অপরনাম মিথ্যা??????????
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।