পার হয়ে যাই তালুকদারের বাড়ি
এমন বৃষ্টির দিনে কী আর এমন করা যাবে;
ঝড় আসে দেখো পাখিদেরও গাঁয়
সে-গাঁয়ে আবার শুধু ছাতিমের ডাল—পাকুড়ের ডাল—
পাখিদের গাঁয়ে শুধু এডাল-ওডাল—
নেই ধর্মতলা, নেই কলতলা, কিংবা যদুর দোকান
সকালে বিকালে, বারে বারে, ভেতরে-বাইরে করে মোড়লের বউ
তারও মনে আসে ঝড়—
সে-মনে আবার শুধু জলের ডাহুক, আর চালের চড়াই
সে-মনে কেবল বাজে পাখিদের ডাক
এমন ঝড়ের দিনে কী আর এমন বলা যাবে;
যতটা গভীর জল—
ততটা গভীর কোনো গল্প নয়; থইথই জলে যদি কেউ জাল ফেলে
সে-জালে উঠবে কিছু জলভেজা কৈ—
গভীর দুঃখের জন্য কোনো হবে না সময়
এমন বেকুব বাদলের দিনে করা যাবে কী আর এমন;
যতটা প্রলয়-ঝড়, ততটা গভীর কোনো যুদ্ধ নয়—
মাঠে ছাতা, হাটে ছাতা
ছাতাদের সঙ্গে চলে ছাতার মানুষ
ছাতার পেছনে চলে তাড়া-খাওয়া রাতের কুকুর
আর ঝড় শেষে, দ্রৌপদীর সঙ্গে যায় তারা পাঁচ জন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।