মহান আল্লাহতায়ালা যুগে যুগে মানবজাতির হেদায়েতের জন্য অসংখ্য নবী-রাসূল প্রেরণ করেছেন। তাদের প্রত্যেকের কাছে আসমানি কিতাব নাজিল করেছেন। তারই ধারাবাহিকতায় সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হজরত মুহাম্মদ (সা.)-এর কাছে নাজিল করেছেন পবিত্র কোরআনুল কারিম। যা সর্বশেষ আসমানি কিতাব হিসেবে পরিচিত। পবিত্র কোরআনে সর্বশ্রেষ্ঠ নবীসহ মোট ২৫ নবী-রাসূলের নাম উল্লেখ করা হয়েছে। মহান আল্লাহ কর্তৃক নাজিলকৃত ঐশী গ্রন্থ পবিত্র কোরআনে হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে যদিও তার নাম সরাসরি উল্লেখ করা হয়েছে মাত্র চারবার। কিন্তু অন্যভাবে অসংখ্য আয়াতের মাধ্যমে রাসূল (সা.)-এর সিরাত-সুরত, আচার-আচরণ, বিশ্বাস তাকে আনুগত্যের ব্যাপারে অত্যন্ত গুরুত্বসহকারে উল্লেখ করা হয়েছে। মহান আল্লাহতায়ালার প্রেরিত হাবিব হজরত মুহাম্মদ (সা.)-এর বিশ্বাসের ব্যাপারে কেউ যেন প্রশ্ন করতে না পারে, সে জন্য মহান আল্লাহতায়ালা বলেন, 'আর তিনি রাসূল (সা.) প্রবৃত্তির তাড়নায় কোনো কথা বলেন না; বরং ওহির কথা বলেন যা তার প্রতি প্রত্যাদেশ হয়।' (সূরা নাজম : ৩-৪) এরপর রাসূল (সা.)-এর আদর্শের কথা বলেছেন, 'নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসূল (সা.)-এর জীবনীতে রয়েছে উত্তম আদর্শ। এটা তাদের জন্য যারা আল্লাহ ও শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে।' (সূরা আহযাব : ২১) রাসূল (সা.)-এর আনুগত্যের ব্যাপারে মহান আল্লাহতায়ালা পবিত্র কোরআনে দিকনির্দেশনা দিয়েছেন একাধিক আয়াতে- 'হে রাসূল (সা.) আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাস, তাহলে আমাকে অনুসরণ কর। যাতে আল্লাহও তোমাদের ভালোবাসেন এবং তোমাদের পাপ মার্জনা করে দেন। আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু।' (সূরা আল ইমরান : ৩১) অন্য আয়াতে মহান আল্লাহ বলেন, 'হে মুমিনগণ তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য কর এবং তোমাদের আমলসমূহকে নষ্ট করে দিও না।' (সূরা আহযাব : ২১)। পবিত্র কোরআনে সূরা নিসার ৫৯ নং আয়াতে আল্লাহতায়ালা বলেন, 'হে মুমিনগণ তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য কর এবং তোমাদের দায়িত্বশীলদের আনুগত্য কর।' আমাদের প্রত্যেকের উচিত রাসূল (সা.)-এর আদর্শ মোতাবেক জীবন ধারণ করা। মহান আল্লাহতায়ালা আমাদের সামগ্রিক জীবনে তার আদর্শ অনুযায়ী চলার তৌফিক দান করুন। আমিন, ছুম্মা আমিন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।