আমাদের কথা খুঁজে নিন

   

নজরুলচরিত্রে অভিনয় করতে গিয়েই নজরুলের নাটক নির্বাচন করেছি : রমিজ রাজু



প্রাঙ্গণেমোর নাট্যদলের পঞ্চম মঞ্চ প্রযোজনা ‘দ্রোহ, প্রেম ও নারী’। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘আলেয়া’ নাটকের পরিবর্তিত নাম ‘দ্রোহ, প্রেম ও নারী’। নাটকটির নির্দেশনা দিয়েছেন অভিনেতা রমিজ রাজু। এটি তার নির্দেশনায় প্রথম মঞ্চনাটক। এ নাটক প্রসঙ্গে কথা হয় তার সঙ্গে।

নাটকটি আপনি নিজেই বাছাই করেছেন, নাকি দলের পক্ষ থেকে বাছাই করা হয়েছে? নাটকটি আসলে আমিই নির্বাচন করেছি। আমাদের দলে নিয়মিত ওয়ার্কশপ হয়। প্রতিটি ওয়ার্কশপের সঙ্গে থাকে একটি প্রোডাকশন। ওয়ার্কশপ প্রোডাকশন করতে গিয়েই এ নাটকটি এসেছে। নাটকটি কেন বাছাই করলেন? আমাদের দলের একটি প্রযোজনা আছে ‘মহানায়ক’।

এতে নজরুলের একটি চরিত্র আছে। দলের সব নাটকেই আমি অভিনয় করি। লোকনায়ক নাটকটিতে নজরুলের চরিত্র রূপায়ন করতে গিয়ে আমি চেষ্টা করেছি নজরুলের চরিত্রটিকে ধরতে। ফলে নজরুল সম্পর্কে আমাকে প্রচুর পড়তে হয়েছে, নজরুলের রচনাবলি তো অবশ্যই। নজরুল পড়তে গিয়ে বুঝতে পেরেছি যে, নজরুলের নাটকগুলো মঞ্চে আসছে না।

তখনই আলেয়া নাটকটি নিয়ে চিন্তা-ভাবনা শুরু করি। যদিও আমাদের দল রবীন্দ্রনাথের নাটক নিয়েই কাজ করে, তবু এর বাইরে কাজ করারও সুযোগ রয়েছে; সে সুযোগে এ নাটকটি নিয়ে কাজ শুরু করি। প্রাথমিকভাবে ওয়ার্কশপ প্রোডাকশন হিসেবে এবং শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ প্রযোজনা হিসেবেই এটি উঠে আসে। নাটকের নাম পরিবর্তন করা হলো কেন? এ নিয়ে আমি অনেক চিন্তা-ভাবনা করেছি। ‘আলেয়া’ নামটি কেমন একটু পেছনের দিকে টানে।

তাছাড়া অনেকেই এ নাম নিয়ে কনফিউজড হয়ে পড়েন। জানতে চান, নাটকের আলেয়া চরিত্রটি কে করছেন। অনেকে আবার মনে করেন, এ আলেয়া বুঝি সিরাজউদ্দৌলার আলেয়া। আসলে তা নয়। এ নাটকে নারীকে কেন্দ্র করে পুরুষের আবর্তনের ব্যাপারটি উঠে এসেছে।

দ্বন্দ্ব, প্রেম, আকর্ষণ—নারীকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। এটাকেই বলা হয়েছে আলেয়া। আমি চিন্তা করলাম, নামটি পরিবর্তন করা দরকার। প্রথমে মরীচিকা ও কুহেলিকা শব্দ দুটি নিয়ে চিন্তা করলাম। কিন্তু মরীচিকা নাটকের নাম হিসেবে অতটা যুতসই হয় না আর কুহেলিকা নজরুলের একটি উপন্যাসের নাম, শেষ পর্যন্ত ‘দ্রোহ, প্রেম ও নারী’ মনে হলো দর্শককে বেশি আকৃষ্ট করবে।

রবীন্দ্রনাথের রক্তকরবী নাটকের নাম প্রথমে ছিল ‘যক্ষপুরী’, পরে ‘নন্দিনী’ তারপর ‘রক্তকরবী’। এমনকি এ নাটকের ‘কিশোর’ চরিত্রটিও সর্বশেষ সংস্করণে সংযুক্ত হয়েছে। নজরুল তার নাটকের সংস্কার করেননি, সময়ও পাননি। তাছাড়া তিনি এটা গীতিনাট্য হিসেবে লিখেছেন, আমরা ঠিক গীতিনাট্য না করে নাটকই করেছি। আলেয়ার গান ছাড়াও নজরুলের অন্য গানও এতে নিয়েছি।

তবে সব মিলিয়ে গানের সংখ্যা অনেক কমে গেছে। এ সুযোগ গ্রহণ করেই নামটি পরিবর্তন করেছি। প্রথম নির্দেশনা হিসেবে আপনার অনুভূতি ও উপলব্ধির কথা বলুন। গাড়ি চালাতে জানলেই ড্রাইভার হওয়া যায় না। নির্দেশনার ব্যাপারটিও এরকম।

অনেক বড় সংগঠক হতে হয় একজন নির্দেশককে। ছোট-বড় সবাইকে কনভিন্স করার ক্ষমতা অর্জন করতে হয়। আমার নির্দেশনায় এ নাটকে অনন্ত হীরা ও নূনা আফরোজের মতো খ্যাতনামা ব্যক্তিরা কাজ করেছেন। তাদের কনভিন্স করাও তো বড় ব্যাপার। তবে এ দুজন আমাকে যেভাবে সাহায্য করেছেন, যেভাবে আমার নির্দেশনায় কাজ করেছেন—এটা আমার জন্য অনেক বড় ব্যাপার।

তারা আমাকে বারবার বলেছেন, দেখ তো আমার এটা হচ্ছে কিনা, তুমি কীভাবে চাও, কোনোটি তোমার মনমতো না হলে বলবা। এভাবেই তারা আমাকে সাহায্য করেছেন। তাছাড়া কোরিওগ্রাফি, গান ও অন্যসব দিক মিলে ২০ জনের একটি টিমকে সমন্বয় করে কাজ আদায় করা অনেকখানি কষ্টের ব্যাপার; তবু শেষ পর্যন্ত সবাই যথেষ্ট সময় দিয়েছেন। ফলে নাটকটি মঞ্চে ওঠানো গেছে। আমাদের গত মঞ্চায়নটি দেখেছেন ভারত থেকে আসা এক ভদ্রলোক।

তিনি নাটকটি দেখে আমাকে বললেন, যদি যথাযথভাবে নাটকটির চর্চা করা যায়, তাহলে এ নাটক হতে পারে দু’দেশের শ্রেষ্ঠ নজরুল প্রযোজনা। আসলে আমি তো হীরাভাই আর নূনা আপু ছাড়া সব আনকোরাকে নিয়েছি। নতুনদের সুযোগ করে দেয়ার জন্যই। সে কারণে কিছু দুর্বলতা থাকবেই। নির্দেশনায়ও আমি নতুন।

সবাই মিলে চেষ্টা চালিয়ে গেলে নাটকটি ওই জায়গায় নিয়ে যাওয়া যাবে বলে আশা করছি। আলেয়া নাটকের কোনো কোনো গানের স্বরলিপি খুঁজে পাচ্ছিলেন না। কীভাবে পেলেন? এ নিয়ে আমার দেশ-এ রিপোর্টও হয়েছিল, শেষ পর্যন্ত নজরুল ইনস্টিটিউটেই খুঁজে পেয়েছি। তবে অনেক ঘাঁটাঘাঁটি করতে হয়েছে। একটি গান আছে ‘টলমল টলমল বীর দল’।

এ গানের স্বরলিপি আর কোথাও দেখিনি। পরে ইনস্টিটিউটের একজন কর্মকর্তা আমাকে চাবি দিয়ে বললেন অমুক বক্সে খুঁজে দেখেন। সেই বক্স খুলে শেষ পর্যন্ত পেলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।