আমাদের কথা খুঁজে নিন

   

ব্রিটিশরা ইলেকট্রনিক্স দ্রব্যাদিতে ৫,২০০ কোটি পাউন্ড অপচয় করে

সামুতে অর্থহীন অশুদ্ধ বাংলা ও বাংলিশ শব্দ পরিহার করি

সম্প্রতি এক জরিপে দেখা গেছে, ব্রিটেনের বেশিরভাগ মানুষই শতকোটিরও বেশি টাকা খরচ করেন টিভি, এমপি-থ্রি প্লেয়ার, রেডিওর মতো বিভিন্ন ইলেকট্রনিক্সস দ্রব্যাদিতে অথচ তাদের বেশিরভাগই সে সব যন্ত্র ঠিকমতো ব্যবহার করতেই জানেন না। খবর দ্য টেলিগ্রাফ অনলাইনের। সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, বেশিরভাগ ক্রেতাই কেনা পণ্যগুলো থেকে পাওয়া বিভিন্ন সুবিধার অর্ধেকই জানেন না। স্কাইএইচডি নামের একটি জরিপ প্রতিষ্ঠানের জরিপে দেখা গেছে, বিপুলসংখ্যক এইচডি টেলিভিশনের মালিক জানেন-ই না যে এমন টেলিভিশনে ঝকঝকে ছবি উপভোগ করতে ব্লু রে ডিভিডি প্লেয়ার অথবা এজাতীয় এইচডি প্লেয়ারের সঙ্গে তা সংযুক্ত করতে হয়। অর্থাৎ, তারা প্রচুর টাকা খরচ করে হাইডেফিনেশন টিভি কিনেছেন ঠিকই, কিন্তু ব্যবহারবিধি না জানার কারণে উপভোগ করতে পারছেন না উচ্চমানের ভিডিও।

অথচ গড়ে একজন ব্রিটিশ প্রায় ৩ হাজার পাউন্ড সমমূল্যের ইলেকট্রনিক সামগ্রীর মালিক। টেলিগ্রাফের বরাতে আরও জানা গেছে, জরিপ অনুযায়ী এসব ইলেকট্রনিক্সস দ্রব্যাদি ব্যবহারে সমস্যায় পড়লে ওই যন্ত্রের ম্যানুয়াল পড়ে দেখেন খুব অল্পসংখ্যক লোকই। দুই-তৃতীয়াংশ মহিলা এবং ৫৪ শতাংশ পুরুষ সমস্যায় পড়লে ম্যানুয়ালের সাহায্য নেন। অন্যদিকে আইটি বিশেষজ্ঞদের ১০ শতাংশ স্বীকার করেছেন, তাদের সামনে কোনো পণ্য কাজ না করলে দু'একবার চড়-থাপ্পড় তারা মেরেই থাকেন! স্কাইএইচডি'র জরিপের ফলাফলের বরাতে দ্য টেলিগ্রাফ জানিয়েছে, ক্রেতারা তাদের পণ্যের যতটুকু অংশ বা সুবিধাদি ব্যবহার করেন, স্রেফ ততটুকু সুবিধা পেতে আরও কম দামেই সে সব পণ্য কেনা সম্ভব। হিসাব করে দেখা গেছে, পূর্ণ ব্যবহার না করেও ব্রিটিশরা বিভিন্ন পণ্যের বেলায় অতিরিক্ত ৫২০০ কোটি পাউন্ডের সমপরিমাণ অপচয় করছেন।

এ প্রসঙ্গে দ্য গ্যাজেট ম্যাগাজিনের পণ্যবিষয়ক সম্পাদক ফ্রেজার ম্যাকডোনাল্ড বলেছেন, 'ব্রিটেনের অধিবাসীরা তাদের কেনা পণ্যের সঠিক ব্যবহার না করে যে কি বিপুল পরিমাণ টাকা অপচয় করছেন, তা সত্যিই অবাক করার মতো। উদাহরণ হিসেবে বলা যায়, একটি এইচডি টিভি বেশ দামি পণ্য। তবে একে এইচডি প্লেয়ার যেমন ব্লু রে প্লেয়ার বা স্কাইএইচডি এর সঙ্গে সংযুক্ত করলেই এর সঠিক ব্যবহার পাওয়া সম্ভব। ' এছাড়াও তিনি পরিপূর্ণ বিনোদনের জন্য সারাউন্ড সিস্টেমের স্পিকার রাখাও প্রয়োজন মনে করেন, যদিও ব্রিটিশদের জন্য তা অনেকদূরের কথা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।