আমাদের কথা খুঁজে নিন

   

সুখ খুজি

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে.

তোমার চোখের পানে চেয়ে থেকে সুখ খুজি তোমার লালচে গালে আলতো টোকা দিয়ে সুখ খুজি তোমার বানিয়ে দেয়া চা খেয়ে তৃপ্তি খুজি তোমার হাতে হাত রেখে জীবনের মানে খুজি । শীতের সকালে হাল্কা বাতাশে সুখ খুজি শিশির ভেজা ঘাসে পা ভিজিয়ে সুখ খুজি । প্রকৃতির সৌন্দর্যকে আগলে রেখে সুখ খুজি বাস্তবতাকে মেনে নিয়ে চলতে পথ খুজি । নিজের দুর্বলতাকে ঢেকে দিতে চেষ্টা করি কঠিন সব সময়কে পিছনে ফেলে আসতে চেষ্টা করি নিজেই নিজের স্বতস্ফুর্ত তায় মুগ্ধ হয়ে হাসি তোমার অবিরাম দীর্ঘশ্বাস ফেলার ভাষা বুঝতে শিখি । ব্যর্থতাকে ভাগ্য মনে করে সামনে চলার প্রত্যয় ব্যক্ত করি ভেঙ্গে চুরে যাওয়া মনটাকে নিয়ে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখি ধ্বংশ হয়ে যাওয়া বিশ্বাস এর দেয়ালকে নতুন করে গড়তে শিখি এভাবেই অবিরাম জীবন চলার পথে সুখ খুজতে থাকি ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।