অর্থনৈতিক রিপোর্টার
রেমিটেন্স প্রবাহ বৃদ্ধিতে ধীরগতি দেখা দিয়েছে। নভেম্বর মাসে প্রবাসি বাঙালিরা ৬ হাজার ৬৭০ কোটি ৪৮ লাখ টাকা (৯৪ কোটি ৫৯ লাখ ডলার) রেমিট্যান্স পাঠিয়েছেন। চলতি অর্থবছরের অক্টোবর মাসের তুলনায় এ প্রবাহ কিছুটা বাড়লেও আগের অর্থবছরের একই সময়ের তুলনায় তা অনেক কমেছে। গতকাল বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত তথ্যমতে, চলতি অর্থবছরের প্রথম ৫ মাসে (জুলাই-নভেম্বরে) রেমিটেন্স এসেছে ৪৫২ কোটি ৮৭ লাখ ডলার।
আগের অর্থবছরে একই সময়ে এর পরিমাণ দাঁড়িয়েছিলো ৪৬৫ কোটি ৯৩ লাখ ডলারে। সে হিসেবে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় রেমিটেন্স প্রবাহ কমেছে ১৩ কোটি ডলারের বেশি। আশানুররূপ জনশক্তি রপ্তানি না হওয়া এবং বেশ কয়েকটি দেশে জনশক্তির বড় একটি অংশ বেকার হয়ে পড়ায় রেমিটেন্স প্রবাহ কমেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তথ্য মতে, চলতি অর্থবছরের প্রথম মাসে (জুলাই) রেমিটেন্স এসেছে ৮৫ কোটি ৭৩ লাখ ডলার। আগস্টে এর পরিমাণ কিছুটা বেড়ে রেমিটেন্স এসেছে ৯৬ কোটি ৩৯ লাখ ডলার।
সেপ্টেম্বরে এটি আবার কমে এসেছে ৮৩ কোটি ৭৭ লাখ ডলার। অক্টোবরে আবার বেড়ে রেমিটেন্স এসেছে ৯২ কোটি ৩৮ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, চলতি অর্থবছরের নভেম্বরে রেমিটেন্স এসেছে ৯৪ কোটি ৫৯ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে রেমিটেন্স এসেছিলো ১০৫ কোটি ডলারের কিছুটা বেশি। সে হিসেবে ২০০৯-২০১০ অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ১১ কোটি ডলার রেমিটেন্স প্রবাহ কমেছে।
যদিও চলতি অর্থবছরের আগের মাসের (অক্টোবর) তুলনায় গত মাসে এ প্রবাহ কিছুটা বেড়েছে। অক্টোবরে ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৯২ কোটি ৩৮ লাখ ডলার। সে হিসেবে আগের মাসের তুলনায় নভেম্বর মাসে রেমিটেন্স প্রবাহ বেড়েছে ২ কোটি ২১ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা গেছে, নভেম্বরে রাষ্ট্রীয় মালিকানাধিন সোনালী, অগ্রণী, জনতা ও রুপালী ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স এসেছে ২৬ কোটি ৫২ লাখ ডলার। বিশেষায়িত বাংলাদেশ কৃষি ব্যাংক ও বেসিক ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স এসেছে ১ কোটি ৫৩ লাখ ডলার, বেসরকারী ৩০ ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স এসেছে ৬৫ কোটি ২৭ লাখ ডলার আর বিদেশী ব্যাংকগুলোর মাধ্যমে রেমিটেন্স এসেছে ১ কোটি ২৭ লাখ ডলার।
অন্যবারের মতো এবারও সব চেয়ে বেশী রেমিটেন্স এসেছে বেসরকারী খাতের ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে গত নভেম্বরে রেমিটেন্স এসেছে ২৭ কোটি ৬৬ লাখ ডলার।
বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীদের নানা সমস্যা থাকায় এবং আশানুরুপ জনশক্তি রফতানি না হওয়ায় রেমিট্যান্স প্রবাহ কমছে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। তারা বলেন, অর্থবছরের শুরুতেই রেমিটেন্স প্রবাহে বড় ধরণের ধাক্কা লেগেছে। গত জুন মাসের তুলনায় জুলাই মাসেই রেমিটেন্স প্রবাহ কমেছে ৩ কোটি ডলারেরও বেশি।
গত ফেব্র“য়ারির পর আর কোন মাসেই রেমিটেন্স প্রবাহ কমার নজির নেই। তবে গত বছরের জুলাই মাসের তুলনায় গত জুলাইয়ে রেমিটেন্স প্রবাহ বেড়েছে। দ জনশক্তি রপ্তানী বাড়ানো গেলে এ প্রবাহ বাড়ানো সম্ভব হবে বলে আশা করেন তারা। ###
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।