আমাদের কথা খুঁজে নিন

   

টেকিগুরুরা হেল্পান প্লীজ... নকিয়া ৩১১০ ক্লাসিকের Black.nth থীমটা দেন



আমার মোবাইলটা হচ্ছে নোকিয়া ৩১১০ ক্লাসিক। কিছুদিন আগে ফ্ল্যাশ দিছিলাম। ফলে মোবাইলের ফোন মেমরীতে যত কিছু ছিল সব ডিলিট হইয়া গেছে। বিশেষ করে থীমগুলা। যেগুলা আমার অসম্ভব প্রিয় ছিল।

যেমন, Black.nth, Nokia.nth, Marble.nth বিশেষ করে Black থীমটা ছাড়া আমার অনেক প্রিয় ছিল। নেটে অনেক ঘাটছি ওইটা পাইনেই। ঠিক অরিজিনাল ব্ল্যাক থীমটা হইলে আমার অনেক উপকার হইত। এখন টেকিবসরা আমারে উদ্ধার করেন এই থীমটা জোগাড় কইরা দিয়া। প্লীজ প্লীজ প্লীজ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।