এইতো সেদিন বিরাট বড় এক নামজাদা / নামকরা ব্যারিষ্টারকে জিঞ্জেস করলাম , বলুনতো স্যার, কে বড় ? আপনি না রাজনৈতিক নেতা? তিনিনা আমার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে আবার মুচকি হাসি দিয়ে বললেন কেন -জান না ? আমি উত্তর দিলাম না স্যার। দয়া করে আপনিই বলুন না। তিনি দম্ভভরে উত্তর দিলেন। রাজনৈতিক নেতা। আমি বললাম তা কেমন করে স্যার।
তিনি বললেন তিনি যে রাজনৈতিক নেতা-লেখাপড়া না থাকলে কি হবে তিনি দলের প্রধান। তার হাতে অনেক ক্ষমতা। তিনি যদি আমাকে দলে না রাখেন তবে আমি পয়সা কামাবো কি করে। শুনে আমি বললাম হ্যাঁ- তাতো ঠিক । কিন্তু স্যার, আপনি যে অনেক বড় বিদ্যান ব্যারিষ্টারী পাশ।
এতে কি আপনার বিবেক কোন সায় দেয় না? তিনি হেসে হেসে উত্তর দিলেন আর বোকা না -না তুমি কিচ্ছু বোঝ না। আমি যে বিবেকবান মানুষ আমার মনুস্বত্ত না থাকলে কি হবে, আমি দলে থাকতে পারলে জীবনে অনেক টাকা রোজগার করতে পারব। আমি আবার বললাম স্যার দেশ যে আপনাকে দিয়ে অনেক সুবিচার আশা করে। তিনি বললেন আমারতো দেশের মানুষের দরকার নাই। চাই শুধু বড় নেতাদের দয়া।
আমি বললাম সত্যিই স্যার আপনি একজন বড় মাপের লোক । তিনি আবারো হেসে বললেন ঠিক বলেছ, আমি তাই! তাই যদি না হইতাম তবে কি আর দল ত্যাগ করে অন্য দলে যাইতাম। তুমি ঠিক ধরেছ। .............
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।