সামুদ্রিক বিভ্রম
এই যে আমি পুড়ে যাচ্ছি
কাঁচের প্লেটে সাজিয়ে পরিবেশন করছি ডেকোরেটেড যকৃত
উপসনার মতো একে একে পালন করছি
মৃত্যুলব্ধ অভিজ্ঞতা সমূহ- ছুড়ি, চশমা আর মাস্ক
এইসব গোপন করে এই যে আমি জন্ম দিয়েছি নিজের লাশ
ফরসেনিক ড্রয়ারের শীতল সময়ে আবদ্ধ হয়ে আছি
এই যে গোপনে ঈশ্বর এসে দেখা করে গেল, দু'একটুকরো
আলাপও হলো-আমার রন্ধ্রে রন্ধ্রে বিশ্বাসের প্রতি ঘৃণা
এই যে আমি ধর্ষিত হচ্ছিলাম নবায়িত রৌদ্রে
এই যে আমার ওষ্ঠে চেপে বসেছিলো আরেকটি নির্মম ওষ্ঠ
এই যে আমার শিশ্ন পেঁচিয়ে ধরছিল একটি রসার্ত জিহ্বা
এই যে আমার পায়ুপথে সমকালিন শিল্পরসের মতো প্রবেশ করেছিলো
কয়েকটি মাছি; এই যে আমি বারবার চিৎকার করে উঠছিলাম
আর নিজেকে পরিবেশন করছিলাম বিভিন্ন সিরামিক প্লেটে
আর কয়েকটি কাঁচের প্লেটে। আর প্লাস্টিকের জগে ধীরে ধীরে
সুপেয় হয়ে উঠছিলাম বিদেশী মদের আদলে; এই যে আমি
প্রতিদিন টিভি সিরিয়ালে প্রদর্শিত হই অনিন্দ্য সুষমায়
এই যে আমি প্রতিদিন পেটিকোটের সুরক্ষায় নিবেদিত হই
এই যে আমি প্রতিদিন কর্বোলিক এসিডের ভয়ে মুষড়ে পড়ি
তাতে কয়বার সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছিল?
অথচ আমি অর্থহীন পুড়ে চলছি সন্ত্রাসী টায়ারের মতো
অথচ আমি বিভিন্ন ভোগের পাত্রে পরিবেশিত হতে হতে ক্লান্ত
অথচ আমি যকৃত সমান ভাবে ভাগ করে দিতে নতুন আইন
প্রনোণয়নে স্বেচ্ছায় উদ্যোগী হচ্ছিলাম।। আজকাল
ফার্নিসার দোকানে কার্পেট, কর্পোরেট গন্ধি কৈশোর-
অথচ আমি বিশ্বাস করে জন্ম নিয়েছিলাম মৃত্যুমুর্ত লাশ হয়ে
আমি বিশ্বাস করে নিজের টুটি চেপে ধরেছিলাম
টেনে জিভ ছিড়ে ফেলেছিলাম
আমর চামড়া ভয়ে কুঁচকে থাকতো
ড্রয়ারের প্রচন্ড শীতের মধ্যে শুয়ে শুয়ে
আমার বুকের অনুচ্চতায় একটি ব্যর্থ দীর্ঘশ্বাস টের পেতাম
এসব কারনে আমার একটি সংক্ষিপ্ত সংস্কারের আবশ্যিক হয়ে পড়েছিলো
অথচ দুর্ভাগ্যজনক ভাবে এই সংস্কারের কথা ফাঁস করতে সবাই ব্যর্থ হয়েছে।
এই সম্মিলিত ব্যর্থতায় আমি পুড়ে গিয়েছিলাম। নবায়নের প্রবল তৃষ্ণায়।।
আমার যকৃতের মধ্যে পুনরায় আমারই ভ্রূণ জন্ম নিচ্ছে। আমি পুনরায়
লণ্ডভণ্ড হয়ে যাবো মাটিতে পাতা সংসারের মতো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।