আমি নতুন কিছু পড়তে ভালবাসি
আজ ১০মহরম। ঈমাম হোসাইন (রাঃ) ৬৩হিজরীর এই দিনে কারবালায় শাহাদাত বরণ করেন। সেদিনের সাথে আজকের দিনের কিছু মিল নিচে তুলে ধরা হল-
১. সেদিন মানুষজনের সকল অশ্রু ছিল ঈমামের জন্য আর অস্ত্র-শক্তি-সামর্থ নিয়োজিত ছিল ইয়াজিদের পক্ষ্যে। আজও যারা দ্বীন প্রতিষ্ঠার কাজে নিয়োজিত তাদের জন্য সকল অশ্রু আর বাতিলের জন্য শক্তি-সামর্থই আমরা নিয়োজিত করছি!
২. সেদিন এই কাজ করে যেমন ঈমামের পরাজয় হয়েছিল আজও ঠিক ইসলামের পরাজয়ই হচ্ছে। অথচ আমরা অনেকেই ইসলামের খাঁটি অনুসারী হিসেবে নিজেকে উপস্থাপন করার জন্য আপ্রাণ চেষ্টা করি!
৩. সেদিন ঈমামকে সাহায্য করার জন্য খুব কম মানুষই ছিল, ঠিক আজও ইসলামের পক্ষে খুব কম মানুষই আছে।
৪. ঐ সময়ে ঈমামের পক্ষে কথা বললে তাকে নির্যাতন করা হত, আর আজকে ইসলামের পক্ষে যে কথা বলে তাকে নির্যাতন করা হয়।
আজকে যারা হায় হোসেন, হায় হোসেন বলে নিজেকে অনেক জাহির করে, নিজের শরীরে রক্ত পর্যন্ত বের করে অথচ তারা কিন্তু পুরোপুরি ইসলামের অনুসরন করে না। এই কাজগুলো যে তাদের কৃত্রিম তাতে অন্তত আমার কোন সন্দেহ নাই।
প্রিয় পাঠক, আপনাদের চিন্তা কি?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।