ব্লগিং শুরু করলে মুজিব কন্যা
ব্লগ ভাসাইয়া দিত মিথ্যার বন্যা;
ব্লগিংয়ে আসলে ডাক্তার দীপুমনি
জানা যেত নতুন নতুন ভ্রমন কাহিনী;
ব্লগিং যদি শুরু করতেন সাহারা
পরিবর্তিত হত ব্লগে শৃঙ্খলার চেহারা;
ব্লগিং যদি আরম্ভ করতেন সাকা
হিট খেত তার কথা যত আছে বাকা;
ব্লগে আসলে মতিয়া লিখতেন না কম
তিনি হতেন ব্লগে বিরোধীদের জম।
কামরুলের সকল গাজাখুরি বোল
যোগাতে পারত ব্লগে হাসির রোল;
ব্লগে আসলে লতিফ সিদ্দিকী
লেখা দিতেন সব ইসলাম বিদ্বেষী;
হান্নান যদি হত ব্লগারদের সঙ্গী
জানা যেত কারা আছে দেশে জঙ্গী;
ব্লগিংয়ে যোগ দিলে পিন্টু ইকবাল
বুঝা যেত দেশের সন্ত্রাসীদের হাল;
এছাড়া আরও আছে অনেক মাল
ওরা আসলে সৃষ্টি হত ব্লগে নব্যকাল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।