আমাদের কথা খুঁজে নিন

   

ডিবিটি রাইডার (!)

ইহা একটি তেলাপোকা ব্লগ, ম্যালাদিন ধইরা টিকা আছে, তেলাপোকার মত।

প্রতিদিন চাইর পাঁচ বার কইরা ফোন দেয়, দিন নাই রাইত নাই ফোন দিয়া কি জানি কয়, আমি শুনিও না। হু হা কইরা রাইখা দেই। ফোন দিয়া কয় হ্যায় নাকি "ডিবিটি ক্যাসেট" দেখতে পারতাছে না। জিগাইলাম, ক্যান? কয়, "ডিবিটি রাইডার" দেখাইতেছে না, কিন্তু ডিবিটি রম দেখাইতেছে।

আগে দুইটাই দেখাইতো, ডিবিটি রাইডার খুইলা আরেকজনরে দিছিলাম, তার কাছ থেকে ফেরত আনার পর থেকে ডিবিটি রাইডার আর দেখাইতেছে না। বুঝলাম, জাম্পার সেটিংসে সমস্যা হইতে পারে। জিগাইলাম, "ডিবিটি রাইডার" IDE না SATA? (ভ্যাঙ্গাইছি যে, হেইডাও বুঝে নাই.. খ্যাক খ্যাক) কয়, এইডা কি? আমি কইলাম, চ্যাপ্টা চওড়া কেবল নাকি লাল চিকন কেবল? কয়, চিকন লাল কেবল। বুঝলাম, সাটা। যতদূর জানি, সাটা তে জাম্পার থাকে না।

আমি কইলাম, আইচ্ছা আমি রাইতে বাসায় যাওনের আগে তুমার বাসায় একটা ঘুরান দিয়া যামু নে। আমি সত্যিই পরের প্রায় দুই সপ্তাহ অনেক ব্যস্ত ছিলাম, বাসায় ফিরতে প্রায় রাত সাড়ে এগারোটা বাজত। যাইতেই পারি নাই। উনি আমার পিছে দুই সপ্তাহ ঘুরার পরে হাল ছেড়ে দিয়ে অবশেষে উনার এলাকার এক টেকি এক্সপার্টকে দিয়ে উনার সিপিইউ টা দেখালেন। টেকি এক্সপার্ট লোকটা আসলেই অনেক বস।

নেটে কিসব জরিপ টরিপ নাকি কইরা ম্যালা ট্যাকা কামায়। আর খালি ক্লিক করে করেই অলরেডি ৩০ ডলার কামাইছেন, ৭৫ ডলার হলে পেমেন্ট পাবেন, সেইটা দিয়ে একটা ফার্ম দিবেন যেইখানে ১০০ জন লোক কাম করবে, যাদের কাজ হবে সারা দিন বসে বসে ক্লিক করা ... (ইটালিক পার্টটুকু বানায়া লেখছি ) বিরাট কামেল থুক্কু টেকি মানুষ। উনি দেখে বললেন, ডিভিডি রাইটারের লেজারে নাকি সমস্যা। তাই দেখাইতেছে না। উইন্ডোজ সেটাপ দিতে হবে।

দিলে লেজার আপনা আপনি পরিষ্কার হয়ে যাবে। বাজারের লেন্স ক্লিনার দিয়ে কাজ হবে না। ব্যাখ্যাও দিয়েছেন, ফরম্যাট করা মানে তো মুছে ফেলা, ফরম্যাট দিলে যেমন মুইছা যায় তেমনি ডিভিডি রাইটার লাগিয়ে রেখে ফরম্যাট দেয়া হলে নাকি ডিভিডি রাইটারের লেজারও মুছে যাবে মানে পরিষ্কার হয়ে যাবে। শুইনা আমি আরেকটু হইলেই চেয়ার থিকা পইড়া যাইতেছিলাম, চুল ছিঁড়তে ইচ্ছা করল যে ক্যান কলটা গোড়া থিকা রেকর্ড করলাম না। আর কথা বাড়াইলাম না, কইলাম, হ ভাই, উনি যখন এত বড় মানুষ, উনি যখন কইছে, হইতেও পারে।

আমিতো অত বুঝি না। এবং উনি সেই কম্পু বিশেষ-অজ্ঞের কাছ থেকে পাওয়া পরামর্শ অনুযায়ী, উনার পুরা হার্ডডিস্ক ফরম্যাট দিলেন (এতদিনে এইটুকু শিখছে অবশ্য) মাগার তাতেও কাম হইলো না, যেই লাউ সেই কদু। ডিভিডি রাইটারটা দেখায়ই না। মাঝখান থিকা উনি সব ডেটা হারাইলেন। এরপর কোন এক শনিবার সকাল বেলায়ই উনি আমার বাসায় আসিয়া আমাকে ক্যাঁক করিয়া গ্রেপ্তার করিয়া লইয়া গেলেন।

ঘুম ঘুম চোখে সিপিইউটা খুললাম। খুইলা যা দেখলাম, নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না। ডিভিডি রাইটারের শুধু মাত্র সাটা কেবলটা লাগানো, পাওয়ার কেবলটা লাগানো নাই। বিশাল একখানা লেকচার শুরু করার জন্য বুক ভরে দম নিলাম।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.