আমাদের কথা খুঁজে নিন

   

পাদুয়ায় পিছু হটেছে বিএসএফ : সীমান্ত থমথমে

মত প্রকাশের মুক্ত মাধ্যম তৈরী হোক
গোয়াইনঘাট সীমান্তের পাদুয়া থেকে পিছু হটেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে সীমান্তে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ওপারে বিএসএফ ভারী অস্ত্র নিয়ে অবস্থান করায় সীমান্তবাসী বাঙালিদের মাঝে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। এদিকে, বাংলাদেশ ভূখন্ড ত্যাগ করলেও ২৩০ একর ভূমিসহ আরো প্রায় ২০০ একর ভূমি নিজেদের বলে দাবি করছে বিএসএফ। অনুরূপ জৈন্তাপুর উপজেলার ডিবির হাওরে বাংলাদেশের ৫৫ একর ভূমি নিজেদের দাবি করছে ভারত।

এ অবস্থায় উভয় স্থানে বাংলাদেশ ও ভারতের যৌথ ভূমি জরিপ অনিশ্চিত হয়ে পড়েছে। গতকাল বুধবার দুপুরে পাদুয়া সীমান্তের পান্তুমাই ও বিরোধীয় ভূমির মধ্যবর্তী স্থানে বিডিআর ও বিএসএফের মধ্যে দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে গত মঙ্গলবার পাদুয়ায় বিএসএফের আগ্রাসী তৎপরতায় ক্ষোভ প্রকাশ করা হয়। বিএসএফ এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বলে জানা গেছে। ৭ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ২১ রাইফেলস ব্যাটালিয়নের সিও কর্নেল খায়রুল কাদির।

ভারতের পক্ষে ছিলেন বিএসএফ শিলং ব্যাটালিয়নের সিও শেখর গুপ্তা। গত মঙ্গলবার সন্ধ্যায় তিন শতাধিক বিএসএফ ও দুই শতাধিক ভারতীয় নাগরিক বাংলাদেশের আধা কিলোমিটার অভ্যন্তরে ঢুকে ১২৭০ ও ১২৭১ নম্বর পিলার সংলগ্ন বাংলাদেশের বাংলাদেশের ২৩০ একর ভূমি নিজেদের দখলে নিয়ে যায়। সন্ধ্যা ৭টা নাগাদ বিএসএফ এক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণও করে। তবে বিডিআর এর পাল্টা জবাব দেয়নি। এ ঘটনায় সেখানে তীব্র উত্তেজনা দেখা দেয়।

শতশত বাংলাদেশী নাগরিক বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। এক পর্যায়ে বিডিআর-বিএসএফ মুখোমুখি অবস্থান নেয়ায় গুলি বর্ষণের আশঙ্কা থাকলেও গভীর রাতে বিএসএফ পিছু হটায় পরিস্থিতি শান্ত হয়ে আসে। তবে এখন এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পাদুয়ায় পিছু হটেছে বিএসএফ
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.