আমাদের কথা খুঁজে নিন

   

প্রযুক্তি ইতিহাস:১৯৯১ লিনাক্স-কার্নেল



ওপেন সোর্স ভিত্তিক জনপ্রিয় অপারেটিং সিস্টেম লিনাক্সের যাত্রা শুরু ১৯৯১ সালে। ফিনল্যান্ডের হেলসিংকি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের ২১ বছর বয়সী ছাত্র লিনাস টারভাল্ড'র হাত ধরে চালু হয় লিনাক্স কার্নেল। ছাত্র অবস্থাতেই তিনি কাজ করছিলেন অপারেটিং সিস্টেমকে খীভাবে উন্নত করা যায় তার বিভিন্ন দিক নিয়ে। ইন্টেল ৮০৩৮৬ অ্যাসেম্বলি ল্যাংগুয়েজ এবং টারমিনাল ড্রাইভার নিয়ে তিনি টাস্ক সুইচার নিয়ে প্রথম কাজ শুরু করেছিল। এর ফলশ্রুতিতেই তিনি আবিষ্কার করেন লিনাক্সের কার্নেল।

১৯৯১ সালের ২৬ আগস্ট ইউসনেট এর নিউজ গ্রুপ পড়সঢ়.ড়ং.সরহরী এ একটি লেখা পোস্ট করেন যার শুরু লেখা ছিল, 'আমি একটি অপারেটিং সিস্টেম নিয়ে শখের বশে কাজ করছি। এটা ইন্টেল ৩৮৬/৪৮৬ প্রসেসরের জন্য। এটি সম্পর্কে যে কেউ মতামত দিতে পারেন। ' তার আহ্বানে সাড়া দিয়ে অনেকেই পরামর্শ প্রদান করেন এবং কালক্রমে জনপ্রিয় হয়ে উঠে ইউনিক্স ভিত্তিক লিনাক্স এবং এর বিভিন্ন সংস্করণ। এখনও পর্যন্ত এ অপারেটিং সিস্টেমটি বিনামূল্যে পাওয়া যায় বিশ্বব্যাপী।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.