আমাদের কথা খুঁজে নিন

   

তোতলামি এবং তোতলামি।

ঢোল চর্মাচ্ছাদিত এক প্রকার আনদ্ধ বাদ্যযন্ত্র। এটি বাংলাদেশের অন্যতম লোকবাদ্যযন্ত্র। । বিভিন্ন লোকসঙ্গীতের আসরে ঢোল এক প্রধান বাদ্যযন্ত্র। টাকডুম টাকডুম আওয়াজ শুনলেই বুঝা যায় কোথাও ঢোল বাজছে।

ঢোল আর ঢাক অভিন্ন নয়। ঢোল ঢাকের চেয়ে ছোট। কিন্তু উভয় বাদ্যযন্

নিজেকে নিয়ে এইটাই শেষ লেখা। আপদমস্তক নর ভূষণে ভুষিত সামান্য আদিবাসী আমি,পড়াশুনা করি,খেলাধুলা করি,আড্ডা দিয়ে বেড়াই মাঠে ঘাটে,পুরো শরীরে দুইশত ছয়টি হাড় জন্মেছে কিনা জানা নেই। তবে যেটুকু জন্মেছে তাতে অনেক মজবুত।

নিজের কালকে চিনিতে পারি,আগামীকে প্রশ্রয় দেই না কখনো। খোদার নিঁখুত সৃষ্টি আমার পুরো কলকব্জায় একটাই খুঁত - তোতলা। প্রিয় কথা বলায় তোতলামি মাকে ডাকতে তোতলামি মুখস্ত পড়া বলতে তোতলামি বাবাকে আব্বু বলতে তোতলামি আড্ডা দিতে তোতলামি হাসতে তোতলামি কাদতে তোতলামি তোতলামি-মুঠোফোন নেই তোতলামি-ড্যাস দিয়ে কথা বলা তোতলামি-চায়নিজ তোতলা নামকরণ তোতলামি তোতলামি তোতলামি। আপনারা কিন্তু সব শিখতে পারবেন,বোঝাতে পারবেন। তোতলামি করতে পারবেন না।

জন্মগত পাওয়া যায় এই গুনটা। আমার মতো অন্যরা ছাড়া আপনাদের দুর্ভাগ্য,এমন একটা গুন আপনার নেই। তবে প্লিজ তোতলা বলবেন না। আমার খারাপ লাগবে।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।