আমাদের কথা খুঁজে নিন

   

মধ্যপ্রাচ্য-যুক্তরাষ্ট্রে ঈদ উদযাপন

খালিজ টাইমস জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতে বুধবার সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখা যাওয়ায় বৃহস্পতিবার ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে। আমিরাতের চাঁদ দেখার খবর পাওয়ার এক ঘণ্টার মধ্যে সৌদি গেজেটও সে দেশে চাঁদ দেখার সরকারি ঘোষণার কথা জানায়।  
চাঁদ দেখা সাপেক্ষে সাধারণত সৌদি আরবের একদিন পরই বাংলাদেশে ঈদ উদযাপন হয়। সৌদি আরবে এবার রমজান মাস ২৯ দিনে শেষ হয়েছে।
বৃহস্পতিবার ঈদ হচ্ছে কাতার, জর্ডান, মিশর, ইয়েমেন, লিবিয়া এবং যুক্তরাষ্ট্রেও।


আমাদের নিউ ইয়র্ক প্রতিনিধি জানান, যুক্তরাষ্ট্রে এবার আড়াই হাজার মসজিদে ঈদের নামাজ হচ্ছে। এর মধ্যে নিউ ইয়র্কেই রয়েছে আড়াই শতাধিক মসজিদ।
নিউ ইয়র্কের ব্রুকলিনে ‘বাংলাদেশ মুসলিম সেন্টারে’ স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৯টায় প্রবাসীদের জন্য ঈদের প্রধান জামাতের আয়োজন করা হয়েছে।   
এই মসজিদের সভাপতি আবুল হাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আবহাওয়া ভালো থাকলে ১৫ হাজারেরও বেশি মানুষ জ্যামাইকা মুসলিম সেন্টারের ঈদ জামাতে অংশ নেবেন বলে আশা করছেন তারা।
এছাড়া ব্রুকলিন, কুইন্স, ম্যানহাটান, ব্রঙ্কস, লং আইল্যান্ড, নিউ জার্সির প্যাটারসন, আটলান্টিক সিটি, ফ্লোরিডার মায়ামি, অরল্যান্ডো, ক্যালিফোর্নিয়ার শ্যাটো রিক্রিয়েশন সেন্টারসহ বিভিন্ন স্থানের খোলা মাঠে ১২ শতাধিক ঈদ জামাত হবে।

 
হিজরি বর্ষের রমজান পবিত্র মাস হিসেবে গণ্য করে থাকে বিশ্বের মুসলিম সম্প্রদায়। মাসজুড়ে রোজা রাখার পর উদযাপন করে ঈদুল ফিতর। বৃহস্পতিবার চাঁদ দেখা গেলে বাংলাদেশে রোজার ঈদ হবে শুক্রবার।
অবশ্য সৌদি আরবের সঙ্গে মিল রেখে ২৫ জেলায় শতাধিক গ্রামে বৃহস্পতিবারই ঈদ উদযাপন করা হচ্ছে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।