১৪ ডিসেম্বর শোকাবহ শহীদ বুদ্ধিজীবি দিবসকে টার্গেট করে সামহোয়্যার ব্লগের নাস্তিক ব্লগাররা সিন্ডিকেট করে ইসলাম ধর্মকে বুদ্ধিজীবি হত্যার জন্য দায়ী করে পোষ্টটা করেছিলো এবং স্টিকী করিয়েছিলো । সাধারনব্লগাররা প্রথমদিকে মুক্তিযুদ্ধ ও বুদ্ধিজীবি হত্যার আবেগের ব্যাপারটা লক্ষ্য রেখে প্লাস দিতে থাকে পোষ্টে । কিন্তু একসময় নাস্তিকদের সম্মিলিত উল্লাস আর ধারাবাহিক মন্তব্য দেখে প্রকাশ পায় তাদের আসল উদ্দেশ্য । আসলে তারা বুদ্ধিজীবি হত্যার মত একটা স্পর্শকাতর ইস্যুকে বেছে নিয়েছিলো এদেশের মানুষের ধর্মীয় বিশ্বাসকে কটাক্ষ ও অপমান করতে । এরপরেই ব্লগাররা তাদের ষড়যন্ত্রের প্রতিদান দিতে থাকে মাইনাস রেটিঙ করে ।
এমনকি পোষ্টে ২ শতাধিক মাইনাস রেটিঙ প্লাস ২০০ হবার অনেক আগেই হয়ে যায় । শেষ পর্যন্ত ২৫০ মাইনাস রেটিং এবং সিনিয়র কয়েকজন ব্লগারের পোষ্ট আসার পর পোষ্টটা স্টিকি হতে সরানো হয় ।
ওই পোষ্টে শেষ পর্যন্ত ২৭৫ মাইনাচ রেটিং হয়েছে । পোষ্টটা যতদিন থাকবে, মাইনাচের পরিমান বাড়তেই থাকবে, এটা স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে । ৩০০ হয়ে যাবে..৪০০ হয়ে যাবে ।
কষ্টকর । খুবই কষ্টকর একটা ব্যাপার । আলেকজান্ডার ডেনড্রাইট বা শাহরুখের কনসার্ট নিয়ে ব্লগাররা ফান করে মাইনাসে তিনশত - চারশত রেটিং পূর্ণ করে । তাই বলে বুদ্ধিজীবি হত্যার মত নারকীয় ঘটনা - বাংলাদেশের মুক্তিযুদ্ধের এই আবেগের ইতিহাসটা নিয়ে নাস্তিক ব্লগারদের ষড়যন্ত্রের জন্য মাইনাসের এমত শতকগুলো চরম অবমাননাকর ।
পোষ্টের লেখক, ব্লগার সন্নাসীকে অনুরোধ করছি, পোষ্টটা ডিলিট করে ফেলুন ।
প্লিজ ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।