আমাদের কথা খুঁজে নিন

   

পাপ্পু কান্ট ড্যান্স সালা। হৈ হৈ। হ্যাপি বাড্ডে পাপতাড়ুয়া পাপ্পু


কাঁচা বয়সে পেঁকে যাওয়া পাপ্পুর আজ জন্মশতবার্ষিকী থুক্কু কোয়ারটার অব শত মাইনাস টু জন্ম বার্ষিকী। পাপ্পু আগে ছিল পাপী জেমস বন্ড। পাপী থেকে কিভাবে পাপ্তাড়ুয়া হল তা একমাত্র মডুসাবই জানেন। ঢেউ খেলানো চুলের সুদর্শন যুবক পাপ্পুকে দেখলে নায়করাজ রাজ্জাকের ছেলে বাপ্পারাজের কথা মনে পড়ে সেই কুট্টিকালের বিটিভির বাংলা সিনেমা দর্শনের কথা মনে পড়ে যায়। আহা বাপ্পারাজ কি সোন্দরটাই না অভিনয় করত!! নায়করাজ রাজ্জাকের ছেলে বাপ্পারাজের মত দর্শনধারী পাপ্পু এই কুট্টি বয়সেই বহুগুনের অধিকারী।

লোকমুখে শোনা যায় সে একইসাথে ডান হাতে গল্প ও বাম হাতে কবিতা লিখতে পারে কিংবা ভাইস ভার্সা। তার ক্ষুরধার গল্প এবং কবিতার বহর দেখলে যে কারও মনে এই সন্দেহ জাগতে বাধ্য। আরো কি কি কাজ যেন সে করে ডান বাম ছাড়া অদৃশ্য কিছু হাত দিয়ে। নাটক বানানো, শর্টফিল্ম করা, অনুষ্ঠান অর্গানাইজ করা (ভুষা মাথা পাপ্পুর বহু কর্মকান্ডের কথাই স্মরন করতে পারছেনা) ইত্যাদি ইত্যাদি। কোন এক অজানা কারনে পাপতাড়ুয়া আমাদের মাঝে পাপ্পু হিসেবে স্বীকৃতী পেল (আসলে নামখান আমিই দিসি এরপর কেমনে কেমনে জানি সবাই ওরে পাপ্পু ডাকা শুরু করসে )।

ছোট্ট পাপ্পুর আজ জম্মদিন। লেটস পারটে এ এ এ এ এ এ এ এ এ এ এ এ এ আসেন সবাই নাচি। পাপ্পু কান্ট ড্যান্স সালা । হৈ হৈ......
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।