আমাদের কথা খুঁজে নিন

   

বিদায়ক্ষণে কেন আসিয়া তারেই

Momota Jahan

বিদায়ক্ষণে কেন আসিয়া তারেই মনিরা চৌধুরী চাহিয়াছে যে তোমারে, ছলছল নয়ানে দাড়াওনিতো কভু আসিয়া তারই মনো বাতায়নে। আজি কেন তবে , চাহিয়া তারেই কাদিয়া উঠো যে আনমনে? চাহিয়াছে সে তোমারে, প্রথম শরৎ রাতে আসনিতো কাছে তারই , ভাসিয়া খুশির দোলাতে। তবে আজি কেন, মনে তার ঢালিছে ফাগুন, তব বসন্ত বেলাতে? এই আমি চাহিয়াছি তোমারে, ভরা-ভাদরও দিনে আসোনাইতো কাছে মোর, ঢালোনিতো সুধা কভু শুণ্য এ পরাণে। তবে আজি কেন এ নিরব প্রাণ, জাগাতে চাহ কোন সুখ আলোড়নে? তব জীবন হতে যারে, দিয়াছ ফিরায়ে নাওনিতো কাছে কভু, রাখনি মরমে জড়ায়ে । তবে আজি তার বিদায়ক্ষণে, আসিয়া তারেই বলছি কেন ভালবাসি ভালবাসি শুধু তোমারেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.