২০২১ সালের মধ্যে " ডিজিটাল বাংলাদেশ " প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বেকার মুক্ত স্বনির্ভর বাংলাদেশ গড়া৷ প্রযুক্তির কাধে ভর করে এগিয়ে যাচ্ছে পৃথিবী আর এই গতির সাথে তাল মিলিয়ে চলার জন্য চলছে নানা রকম প্রকৃয়া৷ তারই ধারাবাহিকতায় "মীমইয়া আইটি লিঃ " দীর্ঘ দিনের নিরলস শ্রমের মাধ্যমে তথ্য প্রযুক্তি ব্যবহার করে বেকার সমস্যা দুর করার বাস্তব সম্মত প্রকল্প তৈরি করেছে যার নাম "অনলাইন আর্নিং প্রগ্রাম " বর্তমানে অনলাইন থেকে আয় একটি জনপ্রিয় মাধ্যম আমরা অনেক মূল্যবান সময় অযথাই ব্যয় করি৷ অনলাইনে, এ সময়টিকে যদি অর্থপূর্ন উদ্দেশ্যে কাজে লাগাতে চাই তবে নিজেদের যেমন একটি ভাল অংকের অর্থের সংস্থান হয় একই সময়ে দেশের অর্থনীতিতে আমরা অবদান রাখতে পারি৷ দিনে যদি আমরা নিয়মিত ভাবে ৩-৪ ঘন্টা অনলাইনে সময় দিতে পারি তাহলে খব সহজেই ৩০০-৪০০ ডলার আয় করা সম্ভব৷ অনলাইন থেকে আয়ের মূল মাধ্যম গুলোঃ- পিপিসি (এ্যাডসেন্স, এ্যাড ব্রাইট, বিডভার্টাইজার ইত্যাদি) এফিলিয়েট মার্কেটিং রিভিউ ও ব্লগ লেখা ডোমেইন পার্কিং সাইট ফ্লিপিং পিটিসি (পেইড টু ক্লিক) ফ্রিলেন্স আউট সোর্সিং ও ডাটা এন্ট্রি সার্ভে রেফারাল "মীমইয়া আইটি লিঃ " এর আনলাইন আর্নিং প্রগ্রাম ২০২১ সাল নাগাদ ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বাংলাদেশের বেকার সমস্যা সম্পূর্ণ দুরকরাসহ বিশ্ব তথ্য প্রযুক্তির ও শ্রম বাজারে মজবুত ভিত্তি তৈরি করবে বলে আমাদের বিশ্বাস৷
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।