সাধারন রাজাকাররা ছিল মাসিক ১৬০ টাকা বেতনের মিলিসিয়া। তাদের নিয়োগ করা হতো peace committeর সুপারিশে এবং নিয়োগ দিতেন জেলা প্রশাসক। রাজাকারদের বেতনও হতো জেলা প্রশাসকের অনুমোদনে। তাই মখা আলমগির জেলা প্রশাসক হিসাবে রাজাকারদের বেতনদাতা হিসাবে কাজ করেছেন। আমার বাবা, মামারা এবং চাচারা ১৯৭১ সনে প্রথম শ্রেনির সরকারি চাকুরে ছিলেন এবং তারা কেউই কর্মস্থলে কর্মরত ছিলেন না।তাই মখা আলমগির জেলা প্রশাসক হিসাবে কর্মরত থেকে পাকিস্থানের সহযোগি হিসাবে ভূমিকা রেখেছেন। সুত্রঃ “মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ব্যক্তির অবস্থান''
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।