হাতছানি দেয় দূরে কেউ আমারে সকল ব্লগারদের জানাই ঈদ মোবারক ও সাদর সম্ভাশন।
১ম দিন
ঈদের ১ম দিন খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়ে দুপুর ২টাই আমার দোকানের দিকে রওনার দিলাম। আশে পাশে দিকে তাকিয়ে মনে হল আমি ওয়েটার্ন কাউন্ট্রিতে বসবাস করছি। টাইট টাইট জিন্স পেন্ট আর পাগলু ড্রেসে ভরপুর। মেয়েদের জিন্স পেন্ট এবার এতটাই টাইট তার থাই, কোমার আন্দাজ করা যায়।
এখানে কাটা ওখানে কাটা তারা যত আমাদের দেখাতে পারে, আমার তো মনে মুসলিম দেশ না হলে বিকিনী ও ব্রা পড়ে বেরাতো। স্বপ্নেও কখনো কল্পনা করি নি যে এবার ঈদে মেয়েগুলো এতো বেপয়া হবে যে, বললে এখন খারাপ কথা বলতে হয়। যাই হোক এতো কিছুর পর রাতে আমরা বন্ধু মিলে একটা এটো বুক করে বেরানোর উদ্দেশ্যে রওনা হলাম।
ঈদ এর রাত
বার বা হোটেলের মদ, গাঁজা, সহ নেশা জাতীয় জিনিস খেলে ওটা ফ্যাশান . . . .
আর
রাস্তায় খেলে তা মাতাল, গাজারো বিভিন্ন গালি গালাজ করা হয়।
এখন প্রশ্ন টা বুঝতেই পারছেন .. . .. ... ... ?
রাস্তা দিয়ে যখন রাতে যাচ্ছিলাম..
পাশে তাকিয়ে দেখি সিনেমা স্টাইলে এক মেয়ে ছেলেকে জড়িয়ে ধরে যাচ্ছে।
তা এতোটায় অশালিন ভাবে যে আপনাদের স্বচক্ষে না দেখালে বিশ্বাস করবেন না যে বাংলাদেশ এতোটা ডিজিটাল হয়ে গেছে!!!
চলবে... ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।