আমাদের কথা খুঁজে নিন

   

ব্রতচারী – শিক্ষানীতিতে এক নতুন (যুগোপযোগী / উদ্ভট ??) সংযোজন।



এটি গীত ও নৃত্যভিত্তিক সুশৃংখল একটি কার্যক্রম। এর নাম আগে কখনো শুনি নাই। ওখানে বলা আছে এটি সিলেট , ঢাকা, খুলনা, টাঙ্গাইল সহ দেশের অনেক জায়গায় প্রচলিত আছে। বুঝলাম কিন্তু একটা জিনিস মোটেই ভালো লাগলো না। তা হল এর উপর কেন এত গুরুত্ব দেওয়া হল? আবার নির্দিষ্ট করে বলেও দেয়া হল সপ্তাহে ২ দিন আধা ঘন্টা করে ক্লাশ নেওয়া হবে। অথচ স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা, কারুকলা ইত্যাদি সম্পর্কে তেমন কোন নির্দিষ্ট কিছু বলা হল না। নাচ গান কি এত গুরুত্বপূর্ন হয়ে উঠল? হবেই বা না কেন? এখন পরিকল্পনা টাই তো এমন নাচ গান জীবনের অতি গুরুত্বপূর্ন। এমনকি হুজুরদেরও (ইসলামি ফাউন্ডেশন তার উদাহরন) তা দেখা উচিৎ বা দেখানো উচিৎ (নাউযুবিল্লাহ) এমনকি জোর করে হলেও।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।