এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺
শুরু সেই তিনটায়।
আমি টিউন করেছিলাম সাড়ে পাঁচটার দিকে। প্যাচপ্যাচানী দেখে মেজাজ চরম বিলা হইলো এবং অফ মারলাম। আবার অন করলাম সাড়ে ছয়টায়। ততোক্ষণে প্রোগ্রাম শুরু হইলো। এক ছাগলরে দেখলাম ব্যা ব্যা করতে।
পরে "যাবি যদি" গানটা শুনে মনে হইলো বেটা পারভেজ। যদি পারভেজ হইয়া থাকে তাহলে তার অডিও গানটা আর কনসার্টের পারফরমেন্সের মধ্যে এতো ফারাক কেন! গানে কি এখন এতোটাই ইফেক্ট মারা হয়!!!
মূল পোস্ট থেকে সরে যাচ্ছি। যেটা ঠিক হচ্ছেনা। টিভি আবার অফ করলাম। সোয়া সাতটার দিকে অন করে দেখলাম এক বেটা ভ্যাবদা মাইরা টিভি স্ক্রিনে খাড়ায়া আছে।
কারে জানি আইতে কয়া বাম দিকে হাত দিল। আর ডানদিক দিয়া তার পিছন দিয়া এক বেটায় দৌড় মারলো। এক মহিলায় আইলো কিন্তু দুই লাইনের বেশি কিছু কইবার পারলোনা। আর ঐ ভ্যাবদা মারা বেটার কথা নাহয় বাদই দিলাম। পুরা স্টেজে দৌড়াদৌড়ি চলতেছে এখন পর্যন্ত! লাইভ প্রোগ্রামের কি দশা!!!
তারপরে পর পর দুইবার বিজ্ঞাপন দিল এবং অন্ধকার স্টেজ দেখায়া আবার বিজ্ঞাপনে গেল।
তারপর এক সুন্দরী+বান্দরণী রমণী আইসা ব্যাংলিশ ভাষায় কইলো আরেকটু সময় ওয়েটাইতে। তারপর আবার বিরতি। বিরতি শেষ হইবার পর সজীব না কুন কুম্পানী তাগোর জুসের উদ্ধোধন করলো। ভাইজানেরা কি ৩০০০-২৫০০০ট্যাকা দিয়া জুসের উদ্ধোধন দেখতে গেছেন?
শেষপর্যন্ত মিষ্টি শব্দে মিউজিক বাজতেছে আর স্টেজ জুইড়া দৌড়াদৌড়ি। আর একটু পর পর বিজ্ঞাপন।
যা ভাল লাগলো:::
মোজোর বিজ্ঞাপনটা আগে দেখিনাই। মোজোর বিজ্ঞাপনের গানডা চরম লাগছে। কারো কাছে ডাউনলোড লিংকু থাকলে দিয়েন ...
ডেসটিনি কিন্তু এইটার অন্যতম স্পন্সর ... সুতরাং, সামলাইয়া ....
আমি এই প্রোগ্রাম দেখা এই মূহুর্ত থিকা বন্ধ করলাম। হুদাই টাইম নষ্ট। ।
।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।