আমাদের কথা খুঁজে নিন

   

ভাঙণ..............



বিশ্বাস করো, আমি তোমায় বড় বেশি বিশ্বাস করতাম। তবে তা যে ভুল বিশ্বাস ছিল, জানলাম বড় অবেলায়, যখন সব শেষ! 'বিশ্বাস' শব্দটার ওপরই এখন আর বিশ্বাস নেই! বিশ্বাস করো, তোমায় খুব করে ভালোবাসতাম, শুদ্ধ ভালোবাসা। তবে তা যে কীর্তিনাশা ছিল, বুঝলাম বড্ড দেরিতে- যখন ফেরার পথ নেই! তুমি ছাড়া আশ্রয়ও আশ্রয়হীন হয়ে গেছে! বিশ্বাস করো, তোমায় নিয়ে কল্পনায় বিলাস করতাম খুব। তবে সে কল্পনা মিথ্যে গল্প হয়ে গেল, শুনলাম দুঃস্বপ্নে, তোমার মুখে, ঘুম ভাঙলো আমার! ভাঙলো বিশ্বাস-স্বপ্ন-ভালোবাসা-কল্পনা-সব! তোমায় ঘিরে বেঁচে ছিল যা এতদিন- তোমার ছোঁয়ায়ই মরলো তা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.