কাঁদছো !! কান্নাতে তোমাকে দারুণ দেখায় ! দীদা বহুদিন হলো তোমায় দেখি না। রোজ তোমার কাছে তোমার একুশের দিনগুলোর গল্প শুনতে পাই না। আজ একুশে ফেব্রুয়ারী তোমার কি মনে আছে এদিন তুমি আমাদের এলাকাতে সবগুলো মেয়েকে নিয়ে সাদা শাড়ি পড়ে আজকের দিনে ঠিক ৫২ সালের দিকে মিছিলে গিয়েছিলে। তোমাদেরকে নেতৃত্ব দিয়েছিল সুফিয়া দীদা। আমি খুব গর্ব করি আমার দীদা একজন ভাষা সৈনিক।
সেদিন তোমায় যখন চ্যানেল আইতে দেখাচ্ছিল আমার দু’চোখে আনন্দোশ্রুতে ভরে গিয়েছিল। দীদা তুমি আমার গর্ব চিরকাল। এখন একুশ এলে আমি তোমায় নিয়ে মন খারাপ করি কেননা, তোমায় আমি ছুঁতে পারি না আর। দীদা তুমি ভালো থেকো
দীদা তোমার কি মনে আমি তোমাকে আমার লেখা কবিতা পড়ে শুনিয়েছিলাম ছোট্ট একটা কবিতা এই একুশকে নিয়ে । তুমি সেদিন চোখে কান্না লুকাতে পারো নি আমারও মন খারাপ হয়েছিল তোমার চোখ জল দেখে।
রক্তমাখা বর্ণমালা
-------------------
স, র, ব, জ
সালাম,
রফিক,
বরকত,
জব্বার,
এই সব
নামগুলোর সাথে
আরোর অসংখ্য
অজানা নামগুলো
সেই ৫২'র একুশের
একেকটা
রক্তমাখা বর্ণমালা।
২১ই ফেব্রুয়ারী ,২০১৩
--------------------------------------------------------------------------------
লেখালেখি ৩৬৫ প্রজেক্ট ২৫৫/৩৬৫
(বিলম্বে আপলোডের জন্যে দুঃখিত) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।