আমাদের কথা খুঁজে নিন

   

এই বসন্তে

আমার কবিতাকে কেউ যদি টুইটারে ফলো করান তাতে কোন আপত্তি নেই, তবে নিজের বলে চালিয়ে দেবার অপচেষ্টা ভুলেও করতে যাবেন না যেন!..shahed_ar7@yahoo.com
এই বসন্তে- যে পথটুকু ছিল মসৃন, ক্রমে ক্রমে তা হয়ে উঠেছে বন্ধুর। যে প্রকৃতি সুশোভিত ছিল ফুলে-ফলে-ফসলে বৈরী আবহাওয়ায় যেন তা আজ অবরুদ্ধ! চারদেয়ালের ঘেরাটোপে বন্দি যেন ক্রন্দনরত কোকিল! চারিধারে হরিদ্রাভ অশ্বথপাতা আর খড়কুটো ছড়ানো বিছানো- যেন অনাগত এক অন্ধকারের ইঙ্গিতবাহী, শকুনিরা ব্যবচ্ছেদের জন্য মুখিয়ে আছে অস্থির হাড়মাংস। নীলাকাশ ক্রমাচ্ছন্ন কৃষ্ণমেঘে পুঞ্জীভুত এবং আরও ঘণীভূত; এখনই নেমে আসবে যেন বজ্রপাত। যেন আগাম কালবৈশাখী! অভিমানী ফুলেরা- আধফোটা হয়ে ঝরে যাচ্ছে, শৈল টিলা ক্ষয়ে ক্ষয়ে পরিনত হচ্ছে প্রেইরীর সমভূমিতে! মহীরূহের ক্রমহ্রাসমানতায় যেন নিঃশ্বাস যাবে থমকে। স্রোতেরা উত্তাল আরও, ক্রমশ উত্তাল হচ্ছে গহীন পারাবার; সুনামীর ভয়াবহতার রূপ নিয়ে আবার সে ফিরে আসবে কি?
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।