সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গুগল চালু করলো সকলের বহু প্রতীক্ষিত ই-বুক স্টোর। প্রায় ৪ হাজার প্রকাশকের ৩ মিলিয়ন বই নিয়ে চালু হলো বিশাল আকৃতির এই ই-বুক স্টোর। ইউএসএ তে এর বেশিরভাগ বই-ই ফ্রী তবে অন্যদের হতাশ হবার কোন কারন নেই। মোটামুটি সবার জন্যই কিছু ফ্রী বই থাকছে এতে এবং এর সংখ্যা নিশ্চিতভাবেই আরও বাড়বে ভবিষ্যতে। এই উদ্যোগটি আগে গুগল এডিশন নামে পরিচিত ছিল যা বর্তমানে বই বিক্রির জগতে অন্যান্যদের মত সার্ভিস দিয়ে যেতে পারবে বলে আশা করা হচ্ছে।
গুগলের বুক স্টোর এর পাশাপাশি এসব বই অন্যান্য অনলাইন ভেন্ডর থেকেও কেনা যাবে। একটি এফেলিয়েট প্রোগ্রামও চালু হতে যাচ্ছে খুব শীঘ্রই। গুগল ওয়েব রিডার এপ্লিকেশন এর মাধ্যমে ব্যবহারকারীরা বই তাদের বাসার কম্পিউটার, অফিস কম্পিউটার, এন্ড্রয়েড অথবা আইওএস ডিভাইস থেকে পড়তে পারবেন। ডিভাইসগুলো সয়ংক্রিয়ভাবে সিংক হবে। অর্থাৎ আপনি যদি বাসায় ৪৫ নম্বর পাতায় পড়া শেষ করে থাকেন, তখন গাড়ীতে বসে আপনার এন্ড্রয়েড বা আইওএস ডিভাইস থেকে ঠিক সেই যায়গা থেকে পড়া শুরু করতে পারবেন।
নিঃসন্দেহে এটি গুগলের একটি বড় ধরনের উদ্যোগ। শুরুতেই ৪,০০০ প্রকাশক নিয়ে চালু করা তারই একটি সাক্ষর। প্রকাশক, এফেলিয়েটস এবং সর্বোপরী পাঠকদের আগ্রহের একটি কেন্দ্রবিন্দুতে পরিনত হবে এই ই-বুক স্টোর এমনটাই আশা করছেন সবাই। ঘুরে আসুনঃ http://books.google.com/ebooks
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।