৭৪তম উৎসঙ্গ সাহিত্য আড্ডার অন্যতম আকর্ষণ ছিল কবি ও আইনজীবী আবদুল্লাহ জুবায়েরের সদ্য পবিত্র হজ্ব পালনের অনুভূতি শোনা। আড্ডার শেষ পর্যায়ে সে সুযোগ ঘটল। জুবায়ের তার অনুভূতি প্রকাশ করে বেশ কিছু সময় কথা বললেন। তার মতে, হজ্ব যুবকদের ইবাদত। বৃদ্ধ বয়সে হজ্ব যথাযথ পালন করা সত্যি কঠিন।
হজ্বে পৃথিবীর বিভিন্ন প্রান্ত হতে আগত মুসলমানদের সম্মিলন ঘটে। এদের অধিকাংশের দিকে দৃষ্টি দিলেই বোঝা যায়, বিশ্বব্যাপী মুসলমানদের বর্তমান অবস্থা এমন কেন? সত্যিকার আদর্শ মুসলমান বলতে যা বুঝায় এদের অধিকাংশের মধ্যে সেসব বৈশিষ্ট্যের সত্যিই অভাব।
আহমদ বাসিরসহ আড্ডায় উপস্থিত বেশ কয়েকজন আবদুল্লাহ জুবায়েরকে তার হজ্ব পালনের অনুভূতি ও অভিজ্ঞতা লিখে প্রকাশ করার পরামর্শ দেন।
গত শুক্রবার রাজধানীর কবি ফররুখ আহমদ গ্রন্থাগারে আয়োজিত এ আড্ডায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কবি রেদওয়ানুল হক, কবি নাজমুস সায়াদাত, কবি শিকদার মোস্তফা, কবি মুহিববুল্লাহ জামী, নাট্যকার আনারুল ইসলাম সেন্টু, গবেষক রাশেদুল ইসলাম সাজ্জাদ, কবি আবু হাসান তাহের, কবি লোকমান হোসেন জীবন, কবি রফিক লিটন, কবি বোরহান মাসুদ, কবি আল ইমরান, গাজী ওয়াহিদুল ইসলাম, মোহাম্মদ স্বপন শিকদার, মাহবুব আল আজাদসহ অনেকে। আড্ডায় সদ্য প্রকাশিত শিকদার মোস্তফার ‘ঢাকাইয়া মশার গিরিঙ্গি' বইয়ের ওপর লিখিত আলোচনা উপস্থাপন করেন কবি বোরহান মাসুদ।
এছাড়া আড্ডায় সদ্য লিখিত ছড়া ও কবিতা পাঠ করেন কবি রেদওয়ানুল হক ও কবি লোকমান হোসেন জীবন। আড্ডায় পঠিত সবগুলো লেখা নিয়েই বিস্তারিত আলোচনা করেন অংশগ্রহণকারীরা। আড্ডার প্রথম দিকে পাঠ পর্যালোচনা পর্বে উঠে আসে অংশগ্রহণকারী কবি-সাহিত্যিকদের সাম্প্রতিক পঠন-পাঠন ও চিন্তা-ভাবনার ইতিবৃত্তান্ত।
কবি শিকদার মোস্তফা তার সদ্য প্রকাশিত গ্রন্থ সম্পর্কে আপন অনুভূতি ও পর্যালোচনা তুলে ধরেন। তিনি বলেন, বইটি বের হয়ে যাবার পর আরও কিছু বিষয় আমার কাছে স্পষ্ট হয়েছে।
এখন মনে হচ্ছে, কিছু কিছু শব্দ ও বক্তব্য অন্যভাবে পরিবেশন করা দরকার ছিল। আশা করি, বইটির দ্বিতীয় সংস্করণ প্রকাশ পাবে। তখন এ বিষয়গুলো ঝালিয়ে দেয়া হবে।
আহমদ বাসির লেখকদের পঠিত লেখাগুলোর ওপর আলোকপাত করতে গিয়ে বলেন, মহৎ সাহিত্য সৃষ্টির জন্য মহৎ উদ্দেশ্য ও মহৎ হৃদয়ের প্রয়োজন। মহৎ সাহিত্যই কেবল মানবতার কল্যাণে স্থায়ী অবদান রাখতে পারে।
নাজমুস সায়াদাত বলেন, সব লেখকের নির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য থাকা উচিত এবং তার ভিত্তিতে বর্তমান ও স্থায়ী কর্মনীতি ঠিক করে কাজ করা উচিত।
শেষ বিকেলে শুরু হয়ে উৎসঙ্গের ৭৪তম সাহিত্য আড্ডা চলে রাত সাড়ে নয়টা অবধি। উৎসঙ্গের এ আড্ডা প্রতি মাসের শেষ শুক্রবার শেষ বিকালে নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়।
- চৌধুরী দুদায়েভ ও দূর্বার রাহী
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।