সব মিলিয়ে ছয়টা পকেট আলেফ মিয়ার কুর্তাতে,
মিষ্টি খেকো আলেফ ঠেসে রাখল ভরে গুড় তাতে।
রাত্রিতে সে যেই ঘুমুতে লাইট নেভাল আর শু’ল,
গুড়ের লোভে সুড়সুড়িয়ে নামল যত আরশুলো।
আরশুলোরা এমন ভোজে মাতল সারা রাত ধরে,
সকাল বেলা গুড় ছিল যে নেইকো বোঝার সাধ্যরে।
আলেফ ভেবে ফন্দী আঁটে আরশুলোরে পস্তাতে,
আবার পকেট ভরল গুড়ে, মাখল নিমের রস তাতে।
আরশুলোরা সেই রাতেও আসল খেতে ফুর্তিতে,
মুখ বাঁকিয়ে ভাগল বলে-ধুত্তোরি ছাই গুড় তিতে।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।