ঈদ শুভেচ্ছার পোস্টারে ছেযে গেছে দেয়াল। ঈদের আগে আগে এমন পোস্টার নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক নেতা থেকে শুরু করে সমাজের প্রভাবশালী কেউই পিছিয়ে নেই পোস্টারে শুভেচ্ছা জানানোর দৌড়ে। কিন্তু সম্প্রতি রাজাপুরে ব্যতিক্রমী এক পোস্টার চমক সৃষ্টি করেছে। ঈদের শুভেচ্ছা জানিয়ে পোস্টারটি লাগিয়েছেন রাজাপুর সদরের বাদুরতলা মোড়ের শারীরিক প্রতিবন্ধী ও ভিক্ষুক রফিক হোসেন।
সাদা-কালো পোস্টারে টুপি পরা রফিক হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন- এমন ছবি দেখে কেউ কেউ অবাক হচ্ছেন, কেউ স্নেহের হাসি হাসছেন। কিছুদিন আগে দেয়ালে অনেকের শুভেচ্ছা পোস্টার দেখে রফিক নিজের একটি পোস্টার করে দেয়ার জন্য একাধিক ব্যক্তিকে অনুরোধ করেন। এক পর্যায়ে বাদুরতলা মোড়ের কয়েকজন মিলে রফিককে ঈদ শুভেচ্ছার পোস্টার করে দেন। রফিক পোস্টারগুলো নিজেই দেয়ালে সেঁটে দেন।
কিছু পোস্টার বিতরণও করেন। ভিক্ষুক রফিকের ঈদ শুভেচ্ছার পোস্টার লাগানোর ঘটনাটি রাজাপুরের মানুষের মধ্যে কৌতুহলের সৃষ্টি করেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।