স্বপ্ন দেখতে ভালবাসি, বাস্তবতা কঠিন...
সম্প্রতি আমাদের দেশের হুজুগে মিড়িয়া গুলো শাহরুখ খানের আমাদের দেশে আসা নিয়ে একটা তোলপাড় শুরু করে দিয়েছে। আর আমরা হুজুগে বাঙ্গালি অঝথাই বিদেশী কালচারকে আমাদের উপরে স্থান দিচ্ছি। আপনি একবার চিন্তা করুন তো... যেখানে কোলকাতায় আমাদের একটি বাংলা চ্যানেল নেই সেখানে আমাদের দেশ ভারতীয় চ্যানেলে ভরে গেছে।
যাই হোক কথা হচ্ছে সাহরুখ খান সহ ভারতীয় যে সব অভিনেতা-অভনেত্রী বাংলাদেশে আসবেন ভালো কথা, কিন্তু তারা আমাদের দেশের সংস্কৃতি সম্পর্কে কতটা জানেন অথবা আন্তরিক?
আমি এটা মানি যে শাহরুখ অনেক বড় অভিনেতা, আমরা অনেকে তার ভক্ত। তবে যাই হোক যখন আমাদের সামনে আসবে আমাদের দেশের চলচিত্রের কথা, দেশের অভিনেতার কথা সেখানে শাহরুখ আমাদের কাছে অপশনাল।
আমাদের কি নেই তা বড় কথা নয়, আসল কথা আমাদের যা আছে তাকেই উৎসাহ দিয়ে এগিয়ে নিতে হবে।
গত কয়কদিন আগে একটা প্রত্রিকায় দেখি শাহরুখ খান আমাদের শাকিব খানের সাথে একসাথে তো পারর্ফম করবেই না বরং উলটো বলছে শাকিব খান নামে কোন মানবকেই সে চিনেনা।
আরে বেটা... তুই তো আমাদের মেহমান, আমাদের গেস্ট সে ক্ষেত্রে এ দেশে আসার আগে তোর জানা উচিত ছিল এ দেশের চলচিত্র সম্পর্কে। শাকিব হয়তো শাহরুখের মত বিশ্বসেরা নয়, তবে আমাদের কাছে শাহরুখের চাইতে শাকিবই বড়।
পরিশেষে শাকিব ভাইকে একটা অনুরোধ করবো তিনি যেন আর যাই হোক শুধু মাত্র একজন ড্যান্সার হিসেবে এই অনুষ্ঠানে যোগ না দেন...।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।