আমাদের কথা খুঁজে নিন

   

S S C ও H S C পরীক্ষার রুটিন এত লম্বা কেন?



আমরা এস এস সি ও এইচ এস সি পরীক্ষা বাংলা ও ইংরেজী দু বেলা করে দিনে দুটো করে পরীক্ষা দিয়েছি কই আমাদেরতো কোন অসুবিধা হয়নি ? এখনতো খোচা মেরে (অবজেকৃটিব মার্কা) পরীক্ষা দেয়ার পদ্বতি চালু আছে এখন কেন লম্বা গ্যাপে পরীক্ষা হবে ? আর শুনা যাচ্ছে উক্ত দুটি পরীক্ষা পিছানোর জন্য পায়তারা হচ্ছে । কিন্তু কার স্বার্থে এ দুটি পরীক্ষা পিছাবে ? বিশ্বকাপ ক্রিকেট খেলা হবে তাতে কী? খেলাতো সারা বছরই হয় যে খেলা দেখবে সে ইচ্ছা করলে আগামী বার পরীক্ষা দিবে ।তার একার জন্য জাতীয় স্বার্থ কেন ব্যহত হবে ? বিষয়টি ভেবে দেখবে কর্তূপক্ষ আশা করি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।