আমাদের কথা খুঁজে নিন

   

সমাজবিজ্ঞান বইগুলো বাতিল করুন।

অন্ধ বিশ্বাসী নই। www.lekhok.com www.lekhok.net

..............আমার ছেলে সমাজ বই পড়তেছিল, হঠাৎ একটা লেখা দেখা দেখে তো আমি থঃ!!! কি লেখেছে বই তে!!?মানুষ বলে কথা বলেতে পারত না, উলঙ্গ হয়ে চলত। কাঁচা মাংস খেত। অসভ্য ছিল। তাই যদি সত্য হয় আদম-হাওয়া কথা বলল কিভাবে, সভ্য হল কিভাবে? অথচ ধর্ম বই গুলো তো মজার মজার গল্প বলে, আদম হাওয়া কে নিয়ে (অবশ্য শুনতে ভালো লাগে, আমি আবার আষাঢ়ে গল্প পছন্দ করি)। হয় ধর্ম মিথ্যা অথবা সমাজ বিজ্ঞান বই গুলো মিথ্যা। তাই সমাজবিজ্ঞান বইগুলো বাতিল করুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।