আল্লাহ তুমি নাস্তিকদের হিদায়াত দান কর
আমাদের বর্তমান এম.পি সাহেব যদি একবার ঘুম ভাঙ্গতেন..............................
আমাদের বিশ্বনাথ-বালাগঞ্জ-উসমানীনগরের এমপি সাহেব আমাদের জন্য কত কিছুই না করতেছেন।
ব্যবস্তা করিয়াছেন বিভিন্ন ধরনের কর্মফল........
সড়কগুলারতো আহামরি অবস্তা, যা নিয়া চিন্তা করার দরকার আছে।
CNG বা রিকশা দিয়ে যাতায়াত করলেতো আর দিনশেষে বোঝাই যায় শরীরের কি উন্নতি বা অবনতি হইয়াছে।
২০০৪ সালের বণ্যাটা যদি আবার হতো তাহলে সন্দেহ নাই জলাশয়ের সব মৎস্যরাজী মিছিলে মিছিলে রাস্তার নিরাপদ গর্তে আসিয়া বসবাস করিত।
গাড়ি চালক ভাইদের মধ্যে যারা বিবাহ পূর্বে সম্পন্ন করিয়া নিয়াছিলেন, তাহারা নির্ঘাত বাড়ি যাইবার সময় মালিশ নিয়া যান, যাতে সারাদিনের শরীরের ব্যথাটা স্ত্রীরসাথে ভাগাভাগি করিয়া নিতে পারেন।
আর কর্মফল ভোগ করবেননাবাই কেন? এম.পি নির্বাচনের সময় যে যবরদস্ত প্রার্থী নির্বাচন করিয়াছিলেন তার দেয়াইতো এই ফল।
আমাদের এম.পি সাহেবতো মাশা আল্লাহ রশিদপুর আশার পরপরই সরকারের দেয়া দামি গাড়িতে মনের আনন্দে ঘুমাইযা পড়েন, আর রাস্তার ভাঙ্গায় যখন গাড়ি যাকুনি খায় তখন তিনি সেটাকে দোলনার দোলের মত মনে করিয়া দোলেন আনন্দ নিতে থাকেন।
কিন্তু বেচারা!!! আমরাই যত ভোগে আছি।
আমাদেরতো আর বেৌ নাই যে, রাত্রে শরীর মালিশ করাইবো?
সারাদিনের কর্ম শেষ করিয়া বাড়িতে গিয়া আর খাইতে হয়না, কারণ রাস্তায় যে যাকুনি খেয়েছি তাই আমাদের জন্য যথেষ্ট।
তাই আর কি করার যারা প্রার্থী নির্বাচন করিয়াছিলেন তাদের সাথে আমরাও কিছু কর্মফল ভোগ করি।
বি: দ্র্য: কেহ আমার উপর ক্ষুব্ধ হওয়ার দরকার নাই, কারণ আমিতো কর্মফল ভোগ করছি তাই আমার কথা আমিই বলবো
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।