সৃষ্টি সুখের উল্লাসে
ব্লগ পড়া আমার কাছে ব্যাপক বিনুদন... যদিও সময় সময় অনেক কিছু শিখা যায়... তবে কাউরে কিছু শিখানের যোগ্যতা এই অধমের এখনো হয় নাই। আমি আভ্যারেজ PC ইউজার,কারে কি শিখামু!! কিন্তু অভিজ্ঞতা শেয়ার করতে দোষ কি!!!
সবার বুঝার কথা আগুইন্না শিয়াল বলতে আমি Mozilla Corporation এর জনপ্রিয় ব্রাউজার Firefox এর কথা বলছি...
আর গ্রীসের বান্দর হইল firefox এর একটা জনপ্রিয় Add-on... Greasemonkey.... আমি এই দুইটা জিনিসের প্রেমে পইরা গেছি
Firefox দিয়া কি করা যায় না কেউ পারলে তার একটা লিস্ট আমারে দেন। অন্তত আমি আমার দরকারি সব কাজই Firefox দিয়া করতে পারি... একটা অভ্যাসই হ্য়া গেছে... Firefox ছাড়া নেট ব্রাউজ করতে গেলেই কেমন জানি লাগে!! হাজারটা Add-on আর থিম থেকে যা খুশি নামান... আমি অনেকগুলা ট্রাই করছি... বেশিরভাগই দারুন কাজের... দুই-একটা Add-on থাকলে অনেক উপকার হয়। Greasemonkey হইল এমন একটা। এটা দিয়া user script install করা যায়।
এখানে হাজারটা user script পাবেন। তবে malware থাকতেও পারে তাই antivirus active রাইখেন।
যেটা খুশি fetch করেন। আমি এখন ad-block, fb-dislike, like bomb, quick stream এরকম কয়েকটা user script ব্যবহার করতেছি। এই একটা Greasemonkey আপনার অনেক কাজ কমায় দেবে।
আমার বেশ ভাল লাগছে।
ট্রাই কইরা দেখেন, বান্দর আপনারে ভালই খেল দেখাইবো
পুনশ্চঃ বিশুদ্ধ বাংলায় লিখতে না পারার জন্য দুঃখিত,সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।