বিষ্টি পড়ে মনিটরে
বিষ্টি পড়ে
খোকার ঘরে
কমপিউটার মনিটরে
ঝম-ঝমা-ঝম শব্দ করে
স্পিকারে বিষ্টি পড়ে
বিষ্টি পড়ে- হাত ভিজে না
বিষ্টি পড়ে- পা ভেজে না
বিষ্টি পড়ে- গা ভেজে না
ভিজে খোকার চোখ
বাইরে গিয়ে ভিজতে খোকার
মন ছিলো উন্মুখ।
মা বলেছে- ভিজতে মানা
বাপ বলেছে- ভিজতে মানা
বোন বলেছে- ভিজতে মানা
ভিজলে হবে জ্বর
জ্বরের ভয়ে ভিজতে মানা
মানে না অন্তর।
তাইতো খোকন বাইরে বাড়ায় পা
বিষ্টি ভেজা কাক হবে সে
ভেজা পাখির ঝাঁক হবে সে
আজকে কারো নিষেধ মানবে না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।