সকাল আর আসেনা গোলাপ হয়ে ফোটেনা কিশোরীর হাতে
আমাকে মেরে ফেলো
আমি দেখতে চাই যে মেয়েটা গতরাতে
অনবরত কার্বন মনো অক্সাইড একান্ত অনিচ্ছায়
টেনে টেনে ক্লান্ত নিথর দু'হাত
বিবশ হয়ে ঢলে পড়েছিল মুত্যুর কোলে
সারারাত বাঁচার লড়াইয়ে যে বালিকাটি হেরে গেল
তার সাথে আমিও হেরে গেছি
যে বালিকা আলো জ্বালাবে বলে পণ করেছিলো একদিন
সে এখন লাশকাটা ঘরে অন্ধকারে অন্ধকার হয়ে আছে
সুনীল দু'হাতে পেরেক ঠুকে দেখতে চেয়েছিলেন যিশুর কষ্ট
আমি একটি আবদ্ধ ভয়ার্ত ঘরে কতিপয় জমদূতের সাথে
সারারাত লড়াই করে আর একান্ত অনিচ্ছায়
আমার নিশ্বাসে নিশ্বাসে বিষাক্ত মনোক্সাইড টেনে নিয়ে
মরণকে চেখে দেখতে চাই সে আমায় কতটুকু যন্ত্রণা দিতে পারে
আমাকে মেরে ফেলো
বিজলী আলো চমকে দিয়ে সরে যায় দূরে
তারপর সব অন্ধকার
নিকষ অন্ধকার ধেয়ে আসে
আসতেই থাকে
আলো আসে না
ভয়ানক মৃত্যু আমার চোখের সামনে আমি দেখতে চাই
মরণপেয়ালা কিভাবে জীবনকে গ্রাস করে
আর আমি সারারাত বাঁচার লড়াইয়ে থেকে বুঝতে চাই
বালিকার বেঁচে থাকার সাধ কতো তীব্র ছিলো
আমাকে মেরে ফেলো
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।