আমাদের ভুলের স্কুলের শেষপ্রান্তে একটিমাত্র নির্ভুল বারান্দা।
কনেদেখা আলোয়, সন্ধ্যার বারান্দায়, ওখানে প্রতিদিন একটি
নির্ভুল পা, পায়ের তলায় কাম-রাঙা আলতার যুবতী আড়ালে,,
একটি ভুল-ভাঙা সাদা গোলাপ, বিনম্র বিড়ালের মতো শুয়ে,,,,,
বিপন্ন ভুলের নির্ভুল কাঁচা-সোনা রঙ মেখে সেই কবে গোলাপটি
মানবিক হয়ে ওঠেছে,,,গোলাপটি এখন ভুলের কথা বলতে পারে
নির্ভুলভাবে। কাম-রাঙা আলতার যুবতী আড়ালে,,গোলাপটি এখন
বিশুদ্ধ প্রস্ফুটিত, একটি নির্ভুল পায়ের তলায়,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ভোরের-দহন শেষে ঘুম ভেঙ্গে দেখি, আমাদের ভুলের স্কুলের
শেষপ্রান্তে, নির্ভুল বারান্দায়, ওখানে তোমার পায়ের তলায়,,
আমি ,,নির্ভুল শুয়ে।
তবে কি কাল রাতে ,,আমাদের শোবার ঘরে,, সব আলো
নিভিয়ে দিয়ে,,দখিণের জানলায় প্রদীপ জ্বেলেছিলো,,
তোমার বুকের দুটি মানবিক চাঁদ!!
আমাদের ভুলের স্কুলের শেষপ্রান্তে,,নির্ভুল বারান্দায়,,,,,,,,,,
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।